আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রক্তদান শিবিরের পাশাপাশি দূর্গাপুজোর খুঁটি পুজো উদ্বোধনে বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা ( বর্ধমান ) :- রবিবার বর্ধমান শহরের ২নম্বর শাঁখারী পুকুর বিবেকানন্দ সেবক সংঘের পরিচালনায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হল। করোনা আবহের মধ‍্যেও সামাজিক দূরত্ব বজিয়ে রেখেই এই রক্তদান ও খুঁটি পুজো আয়োজন করেছে বিবেকানন্দ সেবক সংঘ । পাশাপাশি এদিন ১৭তম দুর্গাউৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো।

এদিন ৫০জন রক্তদাতা রক্তদান করেন ।এই রক্ত রশ্নি ব্লাডব‍্যাঙ্কের হাতে তুলে দেওয়া হলো এদিন।এবারে এই দুর্গাপুজোর থিম এবার পুজোয় বর্ধমান একটুকরো আন্দামান।এবারে পুজোর বাজেট ৫লক্ষ‍্য টাকা বলে জানান উদ‍্যোগতারা ।এদিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক খোকন দাস , উপস্থিত ছিলেন আব্দুল রব ,ক্লাব সমন্বয় সমিতির সম্পাদক তন্ময় চ্যাটার্জি প্রমুখ।

এছারাও এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রায়না ১ব্লকের ব্লক সভাপতি বামদেব মন্ডল।বেশ কিছুদিন আগেই বর্ধমানের অনাময় হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন বামদেব মন্ডল কিছুটা সুস্থ হয়ে আজ প্রথম এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন।বামদেব মন্ডল যখন অসুস্থ ছিলো সেইসময় হাসপাতালে দেখতে গিয়েছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ।

See also  একুশে জুলাই সমর্থনের মিছিল উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি