কৃষ্ণ সাহা ( খণ্ডঘোষ ) :- পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত খণ্ডঘোষ এলাকায় খণ্ডঘোষ তাঁতিপাড়া এর পুজো কমিটির পক্ষ থেকে দেবী দুর্গার আরাধনা শুরু হলো। এই পূজা এই বছরে 36 বছরে পদার্পণ করেছে। খণ্ডঘোষ তাঁতি পাড়ার পুজো প্রত্যেক বছরই কোনো না কোনো শিরোপা ছিনিয়ে নেয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের পূজামণ্ডপে করোনা বিধি সম্পর্কে সচেতনতা বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য প্রচার করা হচ্ছে।
সেই কারণে পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে বিশ্ব বাংলা শারদ সম্মান অর্জন করেছে খণ্ডঘোষ তাঁতি পাড়ার দুর্গাপুজো। জনপ্রিয় একটি সংবাদপত্রে লেখা হয়েছে যে,”খণ্ডঘোষ তাঁতিপাড়া দুর্গাপূজা কমিটি কোভিড ১৯ এ সেরা পুরস্কার পেয়েছে। করোনা আবহের কারনে শুধুমাত্র পূজা মণ্ডপ তৈরি করে সেখানে দেবী দুর্গার আরাধনা করা হচ্ছে।
এছাড়াও মন্ডপের সম্মুখে করোনা যুদ্ধে প্রথম সারির নেতৃত্ব হিসেবে যারা রয়েছেন অর্থাৎ ডাক্তার নার্স তাদেরকে সম্মান জানিয়ে একটি থিম করা হয়েছে। এছাড়াও আশা কর্মী পুলিশকর্মীদের সম্মান জানানো হয়েছে।
ষষ্ঠীর দিন থেকে খুলে দেওয়া হয়েছে পূজা মন্ডপ। সংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ কোনো আয়োজন করা হবে না এবছর। দ্বাদশীর দিন বেলা এগারোটার সময় প্রতিমা নিরঞ্জন করা হবে বলে জানিয়েছেন খণ্ডঘোষ তাঁতিপাড়া সর্বজনীন পূজা কমিটির সদস্য স্বপন কুমার দাস।