আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

চালকসহ বালি বোঝাই ট্রাক্টর কে আটক করে খণ্ডঘোষ থানার পুলিশ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মীর ওজল ( খন্ডঘোষ ) :- সরকারি নিয়মকে কার্যত অমান্য করে বৈধ নথি ছাড়াই বালি বোঝাই করে সরবরাহ করা হচ্ছিল, খন্ডঘোষ থানার পুলিশের তৎপরতায় চালকসহ বালি বোঝাই ট্রাক্টর কে আটক করে খণ্ডঘোষ থানার পুলিশ।ওই বালিবোঝাই ট্রাক্টর এর চালক এর কাছে বৈধ নথি দেখতে চাইলে ট্রাক্টর চালক পুলিশকে কোনরকম বৈধ নথি দেখাতে পারেননি।

এরপরে খণ্ডঘোষ থানার পুলিশ ওই বালি বোঝাই ট্রাক্টর এর চালক কৃষ্ণ বারুই কে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায় ওই বালি বোঝাই ট্রাক্টর টি লোদনা থেকে খণ্ডঘোষ এর দিকে আসার পথে লোদনা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ ওই অভিযুক্ত চালককে বর্ধমান আদালতে পেশ করা হয়।এর পাশাপাশি বালি বোঝাই ট্রাক্টর টিকে আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে বলে জানানো হয়।

See also  কালনায় বিজেপি কর্মীর রহস্য মৃত্যু - খুনের অভিযোগ তুলে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি