কৃষ্ণ সাহা ( রায়না ) :- পথ দুর্ঘটনা কমানোর লক্ষ্যে প্রতিটি যানবাহনের স্পিড মিটার এর পাশে নিজের ভালোবাসার মানুষের ছবি রাখতে কিংবা নাম লিখে রাখার কথা বললেন মাধবডিহি থানার ওসি সুব্রত বেড়া। তার কথায়, আমরা যখন যানবাহনের গতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে চলে যায় তখন ভালোবাসার মানুষটির ছবি অথবা নামের দিকে চোখ পড়লেই মন চাইবে সেই ভালোবাসার মানুষটির কথা ভেবে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে। ফলস্বরূপ অনেক ক্ষেত্রেই দুর্ঘটনা এড়িয়ে চলা সম্ভবপর হবে। কোন মানুষ যখন প্রয়োজনে বাড়ির বাইরে বের হন তখন তার বাড়ির সকল সদস্য যেমন মা-বাবা স্ত্রী সন্তানেরা তার জন্য অপেক্ষা করে।
তাই যখন কোন মানুষ খুব স্পিডে গাড়ি চালাচ্ছিল সেই সময় অন্তত তাঁর স্পিড মিটার এর সামনে থাকা প্রিয় মানুষটির ছবি কিংবা নাম দেখে একবার হলেও সাবধানতার কথা মাথায় আনবেন। পথদুর্ঘটনা কমাতে মাধবডিহি থানার ওসি সুব্রত বেরা মানুষের জন্য এমনই এক টোটকা বাতলে দিলেন। আজ বহু বাইক আরোহী হেলমেট ছাড়া বাইক নিয়ে রাস্তায় বেরিয়েছেন। আমি দিনে হেলমেট পড়ে বেরোনোর পাশাপাশি বাইকের স্পিড মিটার এর পাশে নিজের প্রিয় মানুষ এর নাম কিংবা ছবি রাখার অঙ্গীকার করলেন তারা।