আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বিমানবন্দর থেকে কবি সুভাষে সরাসরি মেট্রো, দেখুন ভাড়ার তালিকা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই উদ্বোধন হলো বহু প্রতীক্ষিত তিনটি মেট্রো করিডরের। যাত্রা শুরু করল নোয়াপাড়া–বিমানবন্দর ‘জয় হিন্দ’, শিয়ালদহ–এসপ্ল্যানেড এবং বেলেঘাটা–(রুবির মোড়) হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো। যদিও আজ থেকে শিয়ালদহ–এসপ্ল্যানেড রুট চালু হলেও, নোয়াপাড়া–বিমানবন্দর ‘জয় হিন্দ’ ও বেলেঘাটা–(রুবির মোড়) হেমন্ত মুখোপাধ্যায় রুট চালু হবে সোমবার থেকে।

এই নতুন তিনটি রুট চালুর অপেক্ষায় ছিলেন শহরবাসী। এবার তা কার্যকর হওয়ায় কলকাতার ট্রাফিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। কয়েক মিনিটেই শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে পৌঁছনো সম্ভব হবে। তবে যাত্রীদের কৌতূহল এখন একটাই— কোন গন্তব্যে কত ভাড়া দিতে হবে?

‘জয় হিন্দ’ অর্থাৎ বিমানবন্দর থেকে বিভিন্ন স্টেশনে ভাড়া নির্ধারণ করা হয়েছে এভাবে—

জয় হিন্দ-যশোর রোড – পাঁচ টাকা।
জয় হিন্দ-দমদম ক্যান্টনমেন্ট – ১০ টাকা।
জয় হিন্দ-নোয়াপাড়া – ২০ টাকা।
জয় হিন্দ-বরানগর – ৩০ টাকা।
জয় হিন্দ-দক্ষিণেশ্বর – ৩০ টাকা।
জয় হিন্দ-দমদম – ৩০ টাকা।
জয় হিন্দ-বেলগাছিয়া – ৩০ টাকা।
জয় হিন্দ-শ্যামবাজার- ৩৫ টাকা।
জয় হিন্দ-গিরিশ পার্ক- ৩৫ টাকা।
জয় হিন্দ-মহাত্মা গান্ধী রোড – ৩৫ টাকা।
জয় হিন্দ-সেন্ট্রাল – ৩৫ টাকা।
জয় হিন্দ-চাঁদনি চক – ৪০ টাকা।
জয় হিন্দ-এসপ্ল্যানেড – ৪০ টাকা।
জয় হিন্দ-পার্ক স্ট্রিট – ৪০ টাকা।
জয় হিন্দ-ময়দান – ৪০ টাকা।
জয় হিন্দ-রবীন্দ্র সদন – ৪০ টাকা।
জয় হিন্দ-নেতাজি ভবন – ৪০ টাকা।
জয় হিন্দ-যতীন দাশ পার্ক – ৪০ টাকা।
জয় হিন্দ-কালীঘাট – ৪০ টাকা।
জয় হিন্দ-রবীন্দ্র সরোবর -৪০ টাকা।
জয় হিন্দ-নেতাজি – ৪৫ টাকা।
জয় হিন্দ-শহিদ ক্ষদিরাম – ৪৫ টাকা।
কবি সুভাষ- ৪৫ টাকা।

জয় হিন্দ-সেক্টর ফাইভ – ৭০ টাকা।

জয় হিন্দ- শিয়ালদহ – ৫০ টাকা।

জয় হিন্দ- হাওড়া ময়দান – ৫০ টাকা।

এর পাশাপাশি এদিন হাওড়া–সেক্টর ফাইভ মেট্রোর উদ্বোধনও হয়েছে। হাওড়া থেকে সল্টলেক সিটি সেন্টার, করুণাময়ী কিংবা সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রা করতে খরচ পড়বে ৩০ টাকা।

See also  রায়নার মিরেপোতার এক গ্যারেজে আত্মঘাতী হলো কর্মরত এক ব্যক্তি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি