মারাত্মক ফুসফুসের সংক্রমনে ভুগছিলেন কলকাতার নামী চিকিৎসক বারিন রায়চৌধুরীর স্ত্রী লিলাদেবী।টানা 64 দিন ভর্তি হাসপাতালে।।ফুসফুস কর্মক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলে।
অবশেষে একমো যন্ত্র বা কৃত্রিম ফুসফুসের সাপোর্টে সুস্থ হলেন লিলাদেবী।বাহাত্তর বছর বয়সী ওই বৃদ্ধার প্রবল ঝুঁকি মাথায় নিয়ে বসানো হয় কৃত্রিম যন্ত্র। 26 দিন ধরে সাপোর্ট দিয়ে আপাতত তিনি সুস্থ।
ভেন্টিলেশন থেকে বেরিয়ে সোজা বাড়ি।করোনার লক্ষণ থাকলেও রিপোর্ট নেগেটিভ আসে।ফলে আরো স্বস্থির নিশ্বাস ফেলে।ওই পরিবার।চিকিৎসা বিজ্ঞানের এই সাফল্য উচ্ছসিত কলকাতার চিকিসক মহল।