গোঘাটের কামারপুকুরে সবুজ সংঘের পক্ষ থেকে খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হলো কালী পুজো।জানা গেছে তাদের এই বষ কালী পুজো 19 বছরে পদার্পণ করেছে।বিগত বছর গুলিতে কালী পুজো উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলতো কিন্তু এবছরে করোনা আবহে প্রায় সমস্ত কিছু বন্ধ রাখা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
তবে সরকারী বিধি নিষেধ মেনে কালী পুজো অনুষ্ঠিত হবে।করোনা সতর্কতা পুজো কমিটির উদ্যকতরা আগত দর্শনার্থীদের মাস্ক ও সানিটাইজার বিশেষ ব্যবস্থা থাকছে।