আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রথযাত্রায় যাত্রার ‘যাত্রা’: চিৎপুরে বাজতে শুরু করেছে ‘সুরভাঙা’র সুর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষকসেতু নিউজ বাংলা, শক্তি চট্টোপাধ্যায়

রথযাত্রা মানেই শুধু শ্রীজগন্নাথ দেবের শুভাগমন নয়, বাংলার আর এক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক যাত্রারও শুভ সূচনা। চাকা যেমন গড়ায় রথের, তেমনই গড়াতে শুরু করে যাত্রাপালার মহড়া, চুক্তি, নতুন প্রযোজনার প্রস্তুতি। চিৎপুরের রবীন্দ্রসরণির গদিঘরগুলোতে এখন সাজো-সাজো রব। শহর কলকাতা থেকে মেদিনীপুর, হুগলি, বর্ধমান, চব্বিশ পরগনা—সর্বত্র পেশাদার যাত্রাদলগুলো জোরকদমে নতুন পালার প্রস্তুতিতে ব্যস্ত।

১৪৩১ সালের পালাগুলো ইতিমধ্যেই ইতি টেনেছে অধিকাংশ দল। ছুটি পেয়েছেন বহু শিল্পী, কলাকুশলী। কিন্তু সেই ছুটি বেশিদিনের নয়—কারণ রথের দিন থেকেই শুরু হয়ে যাবে ‘সুরভাঙা’। ঐতিহ্য মেনে প্রথম দিন ‘সুর’ তোলা মানেই পালার সূচনা।

এবার ১৪৩২ সালের যাত্রাপালার মরশুমে যে পালাগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য—

  • অগ্রগামী যাত্রা কোম্পানী: অনল চক্রবর্তীর লেখা ‘সেই হারানো সুর’
  • মুক্তলোক অপেরা: ‘আমি কলিকালের মহাকাল’, অভিনয়ে রোমিও চৌধুরী
  • শ্রীচৈতন্য অপেরা: উৎপল রায়ের ‘ঘুম কেড়েছে ফুলকুমারী’, অভিনয়ে রুমা দাশগুপ্ত, অনন্যা
  • তপোবন নাট্য কোম্পানী: ‘বজরঙ্গি ভাইজান শিকারি শয়তান’, অভিনয়ে নীলকমল চট্টোপাধ্যায়
  • সত্যরঞ্জন অপেরা: ‘রণক্ষেত্রে সে রণরঙ্গিনী’, অভিনয়ে মৌসুমী চ্যাটার্জি
  • প্রভাস অপেরা: অনীক ব্যানার্জির লেখা ‘আমি ভিনদেশী বহুরূপী’
  • স্বর্ণাঞ্জলি অপেরা: ‘এবার প্রলয় আসছে’, অভিনয়ে কুমার সঞ্জু, সুস্মিতা, তিতলি
  • আনন্দলোক অপেরা: ‘পাপকে সাজা দিতে পূণ্য আসছে’, অভিনয়ে জিনিয়া, চন্দন হাটি
  • রাজেশ্বরী অপেরা: ‘ডাকাত রাণী জয় ভবানী’, অভিনয়ে অঙ্কিতা ভট্টাচার্য
  • নন্দী কোম্পানী: ‘আমি রাজপথের রাজকন্যা’, অভিনয়ে পূবালী বসু
  • রাজদীপ অপেরা: ‘সাবধান আসছে তুফান’, অভিনয়ে প্রেমজিৎ
  • আনন্দবীণা অপেরা: ‘সেলাম মেমসাহেব’, অভিনয়ে সুদীপ্তা
  • অগ্নিদেব অপেরা: ‘ভিখারীর ঘরে ভাগ্যলক্ষ্মী’, অভিনয়ে সপ্তপর্ণা, জয়ন্ত
  • দেবাঞ্জলি অপেরা: ‘অকাল বোধনের বাজনা’, অভিনয়ে পিয়ালী বসু
  • আনন্দবাসর অপেরা: ‘শ্মশানের বুকে সূর্যমুখী’, অভিনয়ে তাপসী মুন
  • অগ্নিদ্বীপ অপেরা: ‘শ্রাবণের বুকে বৈশাখীর ঝড়’, অভিনয়ে যুবরাজ চক্রবর্তী
  • রত্নদীপ অপেরা: ‘একালের মহাভারত’, অভিনয়ে প্রদীপ কুমার
  • বিশ্ববীণা অপেরা: ‘তুমিই আমার শেষ ঠিকানা’, অভিনয়ে দীপ ও জিনা
  • নিউ ভারতজয়ী অপেরা: ‘বৃদ্ধাশ্রমের শেষ চিঠি’, অভিনয়ে রাজেশ ভট্টাচার্য
  • বিশ্ববাংলা, মহামায়া, সোনার বাংলা, রাজনন্দিনী, বিশ্বশ্রী, স্টার আনন্দ, শিল্পী ভারতী, গন্ধর্ব অপেরা—প্রত্যেকেই নিয়ে আসছে নতুন পালা
See also  ডিএসপি রিচা ঘোষ! মুখ্যমন্ত্রীর ঘোষণা, ইডেনে চমকে ভরল গোটা বাংলা!মুখ্যমন্ত্রীর ঘোষণায় আনন্দের জোয়ার পূর্ব বর্ধমানে- ও

এই মুহূর্তে দলবদল চলছে পুরোদমে। অনেকটা যেন ফুটবলের ট্রান্সফার সিজন। পাকা চুক্তি, অভিনেতা কেনাবেচা, নতুন চেহারা সাজানোর ব্যস্ততা। আবার এ সময়টাই অনেকের কাছে বিষণ্ণতারও। চরিত্র ছাড়ার কষ্ট, টিম ছাড়ার হাহাকার, পরিজনদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা।

বিশিষ্ট অভিনেত্রী কাকলি চৌধুরীর কথায়—
“একটি চরিত্রকে ভালোবেসে তাকে পরিত্যাগ করতে হয়। নতুন চরিত্র গ্রহণের আগে সেই পুরোনো চরিত্র যেন হৃদয়ের একটা অংশ হয়ে যায়।”

অনেক অভিজ্ঞ যাত্রাশিল্পীর কথায়, আজকের যাত্রার শুরু যদিও রথের দিন থেকে হলেও, যাত্রার শিকড় বহু পুরনো। নাট্যবেদ, ভরত মুনির ‘দেবাসুর সংগ্রাম’, ‘অমৃত সন্ধান’ ইত্যাদি প্রাচীন দৃশ্যকাব্য থেকেই বাংলার যাত্রার জন্ম। শিশির কুমার ভাদুড়ীর মতে, “আমাদের জাতীয় নাট্য বলিয়া যদি কিছু থাকে তাহাই যাত্রা।”

এই ঐতিহ্য আজও বয়ে চলেছে। যদিও পৌরাণিক ও ঐতিহাসিক যাত্রার জায়গায় এখন সমাজের বাস্তব রূপ, রাজনীতি, সম্পর্ক, বিসর্জন ও প্রতিবাদ—সবই উঠে আসছে যাত্রার মঞ্চে। কামারপুকুরের গণেশ অপেরা আজও ব্যতিক্রম হিসেবে পৌরাণিক পালা মঞ্চস্থ করে। কিছু শৌখিন দল ঐতিহাসিক পালার চর্চা করে যাচ্ছে।

একদিকে অপেরার গদিঘরগুলোয় সাজো সাজো রব, অন্যদিকে শিল্পীরা পরিবারের সঙ্গে কিছু মুহূর্ত কাটিয়ে আবার প্রস্তুত হচ্ছেন নতুন অভিযানের জন্য।

রথের দিন ‘সুরভাঙা’ দিয়ে শুরু হয়ে যাবে ১৪৩২ সালের যাত্রার যাত্রা।
বাঙালির হৃদয়ে আজও ‘যাত্রা’ রয়ে গেছে জীবন্ত, গর্বের এক সংস্কৃতি হয়ে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি