শুটিং সেটেই আচমকা শারীরিক অস্বস্তিতে ভুগলেন অভিনেতা জীতু কমল। হঠাৎ করেই তাঁর বুকের দিকে ব্যথা শুরু হয় বলে জানা গিয়েছে। পাশাপাশি জ্বর ও কাঁপুনি দেখা দেওয়ায় পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। ফলে দ্রুত তাঁকে বাইপাসের কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখন সেখানেই চিকিৎসা চলছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ‘আর্য’-র।
সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, হুগলির ধান্যকুড়িয়া এলাকায় প্রকাশ লাহিড়ি পরিচালিত ‘এরাও মানুষ’ চলচ্চিত্রের শুটিং চলছিল। সেই সময়েই শুটিং ফ্লোরে হঠাৎ বুকের ব্যথা ও জ্বর জিতে অসুস্থ অনুভব করেন জীতু। পরিস্থিতি জটিল হওয়ায় তড়িঘড়ি তাঁকে কলকাতায় নিয়ে এসে ভর্তি করা হয়। উল্লেখ্য, ধারাবাহিকের পাশাপাশি এই সিনেমার কাজও একসঙ্গে সামলাচ্ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, দীর্ঘক্ষণ ধরে ধারাবাহিক ও ছবির ব্যাক-টু-ব্যাক শুটিংয়ের চাপেই শরীর ভেঙে পড়েছে অভিনেতার।
বলা হচ্ছে, ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের অধ্যায় পেরিয়ে পঁচিশ সালে ফের জোরদার কর্মব্যস্ততায় ফিরেছেন জীতু। ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ‘গৃহপ্রবেশ’ ছবিতে তাঁর অভিনয় ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি দীতিপ্রিয়া রায়ের সঙ্গে তাঁর জুটি করা ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকও টিআরপিতে ধারাবাহিকভাবে ভালো সাফল্য ধরে রেখেছে। একাধিক প্রোজেক্ট হাতে থাকায় সময়ের অভাব চরমে — আর সেই কারণেই কি শরীরের প্রতি প্রয়োজনীয় যত্ন নেওয়া হচ্ছে না? উদ্বেগে তাঁর অনুরাগীরা।












