উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : স্বাস্থ্যই জীবন,আর অসুস্থ শরীরকে সুস্থ করতে দরকার বিশেষজ্ঞ চিকিৎসকের।আর ২৪ ঘন্টা সাধারণ মানুষের চিকিৎসার জন্য ডা: তাপস গায়েনের হাত দিয়ে পথ চলা শুরু করলো জনকল্যাণ মেটারনিটি ও নার্সিংহোম।
শুক্রবার জয়নগর বুড়োরঘাট এলাকায় এই নার্সিংহোমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মোনাজাত খান,অবসর প্রাপ্ত শিক্ষক দিবাকর ঘোষ,জয়নগর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ, সাহাজাদাপুর পঞ্চায়েতের উপ প্রধান পান্নালাল বৈদ্য,ডা: ছামাউদ্দিন সরদার, জনকল্যাণ নার্সিংহোমের কর্ণধার ডা: তাপস গায়েন সহ আরো অনেকে।
এদিন এব্যাপারে ডা: তাপস গায়েন বলেন,২৪ ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসক থাকবে এখানে। স্বল্প মূল্যে যে কোনো ধরনের জটিল চিকিৎসার অস্ত্রোপ্রচারের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নজরদারি বজায় থাকবে এখানে ।








