কার্তিক ভান্ডারী, নানুর, বীরভূম: রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাজ্যের বিভিন্ন জেলার প্রতিটা ব্লকে ব্লকে চলছে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলন। সে মতো নানুর বিধানসভার নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজন করা হয়েছিল বিজয় সম্মিলনী। মঞ্চে উপস্থিত ছিলেন, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি সহ জেলার অন্যান্য নেতাকর্মীরা।
সেখানে বক্তব্য রাখতে গিয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কাকে ইঙ্গিত করে খোঁচা দিলেন এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। কাজল শেখ তিনি বলেন, “নানুরের মঞ্চে কে এলো, কে গেল তাতে কিছু যায় আসে না”। এটা আমাদের কাছে কোনো বিষয় নয়।

পাশাপাশি, তিনি ২০২৬-এ বিধানসভা নির্বাচনে নানুর বিধানসভা থেকে তৃণমূল যাকে প্রার্থী করবে তাকে এক লক্ষ 18 হাজারের বেশি ভোটে বিরোধীদের পিছিয়ে রাখবেন। বীরভূমের ১১ বিধানসভায় ফের জোড়া ফুল ফুটবে বিরোধীরা সরষে ফুল দেখবে, প্রমাণ করে দেবো।