আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সংক্রমণ বাড়তেই নতুন করে মাইক্রো কন্টেনমেন্ট জোন পূর্ব বর্ধমানে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

করোনা সংক্রমণ রুখতে পূর্ব বর্ধমান জেলায় বাড়ানো হল মাইক্রো কন্টেনমেন্ট জোনের সংখ্যা। জেলা প্রশাসনের তরফে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে মাইক্রো কন্টেনমেন্ট জোন বাড়ানোর ঘোষণা করা হয়েছে।

এক নজরে দেখে নেওয়া যাক বর্ধমান শহরের কোন কোন এলাকা মাইক্রো কন্টেনমেন্ট জোন হয়েছে। বর্ধমান শহরের ১৩ নম্বর ওয়ার্ডের কানাইনাটশাল ও শ্রীপল্লি, ১৫ নম্বর ওয়ার্ডের শাঁখারি পুকুর ও বিবেকানন্দ কলেজ রোড, ২৯ নম্বর ওয়ার্ডের মিঠাপুকুর, নারকেল বাগান এবং সিংদরজা, জেবি মিত্র রোড ও বিবি ঘোষ রোড এবং ৩০ নম্বর ওয়ার্ডের বিবি ঘোষ রোড খোসবাগান এলাকা মাইক্রো কন্টেনমেন্ট জোন হয়েছে।

ভাতার ব্লকের ভাতার পঞ্চায়েতের রবীন্দ্রপল্লী, কুলনগর, বেলেন্ডা, কলপুকুর ও ভাতার বাজার এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। মেমারি_২ ব্লকের বিজুর-১ গ্রাম পঞ্চায়েতের বিজুর গ্রাম, কুচুট পঞ্চায়েতের গন্তে, বিজুর-১ পঞ্চায়েতের জাবুই এলাকা মাইক্রো কন্টেইনমেন্ট জোন হয়েছে। মেমারি-১ ব্লকের নিমো-১ পঞ্চায়েতের রসুলপুর ছানাপুকুর মাইক্রো কনটেনমেন্ট জুন করা হয়েছে। কাটোয়া-২ ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর মসজিদপাড়া, নোয়াপাড়া একইভাবে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষিত হয়েছে।

See also  দিনদরিদ্র পরিবারের দৃষ্টিহীন কিশোরের গায়ক হবার স্বপ্ন পূরণ করতে পাশে দাঁড়ালেন তিন সংগীত প্রেমী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি