আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরে (Asia Cup 2025, Super Four Match) ভারতীয় দল দুর্দান্ত জয় পেল বাংলাদেশের বিরুদ্ধে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অস্থায়ী অধিনায়ক জাকির আলি। চোটের কারণে এই ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। দলেও চারটি পরিবর্তন আনা হয়েছিল।

শুরুতে অভিষেক শর্মা ও শুভমন গিলের বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের রান সহজেই ২০০ ছুঁবে মনে হচ্ছিল। কিন্তু মাঝের ওভারগুলোতে রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ভারত ৬ উইকেটে তোলে ১৬৮ রান। শেষ বলে আউট হন হার্দিক পান্ডিয়া (২৯ বলে ৩৮)।

জয়ের জন্য ১৬৯ রানের টার্গেট নিয়ে নামা বাংলাদেশ শুরুতেই চাপে পড়ে যায়। মাত্র ৯ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর কিছুটা লড়াই করলেও ভারতের স্পিনাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন। পারভেজ হোসেন ইমন (২১), তৌহিদ হৃদয় (৭) দ্রুত ফেরেন। সাইফ হাসান কিছুটা প্রতিরোধ গড়লেও অন্য প্রান্তে উইকেট পতন চলতে থাকে। ৭৪ রানে পড়ল চতুর্থ উইকেট।

বাংলাদেশের বোলাররা অবশ্য ভারতকে পুরোপুরি চেপে ধরতে পারেনি। অভিষেক শর্মা ৩৭ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যাতে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। তাঁর রান আউট ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেও ভারতীয় ব্যাটিংকে গতি দিয়েছিল।

শেষদিকে হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলের জুটি ভারতের ইনিংস দাঁড় করায়। বাংলাদেশের স্পিনাররা ম্যাচে ভাল লড়াই করলেও ব্যাটিং ভরসা জোগাতে পারেনি। ফলে ভারতের কাছে পরাজিত হয়ে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হল বাংলাদেশের।

See also  বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্নপদক দখলের লড়াইয়ে অমিত পাঙ্ঘাল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি