আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মহান বিপ্লবী রাসবিহারী বসু মেট্রিয়াল টেস্টিং ল্যাব এর উদ্বোধন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা ( বর্ধমান ) :- মহান বিপ্লবী রাসবিহারী বসু মেট্রিয়াল টেস্টিং ল্যাব এর উদ্বোধন হলো পূর্ব বর্ধমান জেলার রায়না 2 ব্লকের বড়বৈনান গ্রাম পঞ্চায়েত অফিসে। গ্রাম্য উন্নয়ের জন্য প্রচুর বিল্ডিং কংক্রিট ঢালাই এর রাস্তাঘাট থেকে শুরু করে পাকা ড্রেনের কাজে ব্যবহৃত মেটিরিয়াল সঠিক গুণমান যুক্ত কিনা তা পরীক্ষা করে নেওয়া হবে এই ল্যাবে। প্রতিটি পঞ্চায়েত সমিতি এলাকায় কয়েকটি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই ল্যাবরেটরি তৈরি করা হবে। কোয়ালিটি চেকিং এরপর তবে কনট্রাক্টরের বিল পাস হবে। পুরো রাজ্যজুড়ে আপাতত দশটি ল্যাবরেটরি তৈরি করা হয়েছে। আগামী অর্থবছর শেষে হবার আগে রাজ্যের 3229 টি গ্রাম পঞ্চায়েতে 200 টার বেশি ল্যাবরেটরি তৈরি করা যায় সেদিকেই নজর দেওয়া হচ্ছে। ল্যাব টেস্টিং এর মাধ্যমে যা হয় হবে তার থেকেই ল্যাবের কর্মচারীদের বেতন দেওয়া হবে।

ডিপ্লোমা হোল্ডার কিংবা ইঞ্জিনিয়ার হলে তবেই ল্যাবরেটরি তে চাকরি পাওয়া যাবে। পূর্ব বর্ধমান জেলার এটি হলো সবথেকে বড় ল্যাবরেটরি। এখানে কনস্ট্রাকশন মেটিরিয়াল চেকিংয়ের জন্য প্রায় সব ধরনের যন্ত্রপাতি রয়েছে।আগামী 15 ফেব্রুয়ারি মন্ত্রী স্বপন দেবনাথ এর বিধানসভা এলাকার অন্তর্গত নশরতপুরে আরেকটি ল্যাবরেটরি উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এদিন উপস্থিত ছিলেন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এর অতিরিক্ত সচিব সৌম্য পুরকাইত, জেলার জনাব রফিকুল ইসলাম,রায়নার বিধায়ক নেপাল ঘোড়ুই,রায়না 2 পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি এবং যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ প্রমূখ নেতৃত্ববৃন্দ জানালেন পঞ্চায়েত প্রধান তরুনকান্তি ঘোষ।

See also  অবশেষে গড়ে উঠতে চলেছে পর্যটন কেন্দ্র

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি