মু ম্বাইয়ে মাস তিনেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন ১৮ হাজার কোটির অটল সেতু। অভিযোগ, উদ্বোধনের তিন মাসের মধ্যে নবি মুম্বই লাগোয়া অটল সেতুর রাস্তায় ফাটল ধরেছে। সেই ফাটল যেমন তেমন ফাটল নয়। কোথাও কোথাও গর্তের গভীরতা ছাড়িয়েছে অনেকটাই।
সিক্স লেন সম্পন্ন প্রায় ২১.৮ কিলোমিটার দীর্ঘ এই সেতুর ১৬.৫ কিলোমিটারই সমুদ্রের উপরে। তাই অটল সেতুর কাঠামো নিয়ে প্রশ্ন উঠচ্ছে জনমানসে। যা থেকে বড় বিপদের আশঙ্কা তৈরি হয়। শুক্রবার সকালে খবর পেয়ে মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান নানা পাটোলে লাঠি দিয়ে অটল সেতুর ফাটলের গভীরতা দেখালেন।
তাঁর বড় অভিযোগ, বিজেপি সরকারের তত্ত্বাবধানে এই সেতু তৈরিতে বড় ধরনের দুর্নীতি হয়েছে। যদিও অটল সেতু নিয়ে কংগ্রেসের এই বক্তব্যের বিরোধিতা করেছে বিজেপি।