কৃষ্ণ সাহা ( খণ্ডঘোষ ) :- খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে খণ্ডঘোষ ব্লক জয় হিন্দ বাহিনীর উদ্যোগে এবং খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। ছিলেন পূর্ব বর্ধমান জেলার সহ-সভাধিপতি দেবু টুডু, রাজ্যের এস সি সেলের রাজ্য সভাপতি উজ্জল প্রামাণিক,খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, জেলার জয় হিন্দ বাহিনীর সভাপতি রবিন নন্দী,জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি শেখ কালাম উদ্দিন, সগড়াই গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভেন্দু পাল।
দেবু টুডু বলেন করোনা মহামারীর প্রকটে আজকের এই রক্তদান শিবির যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ। জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি ও ব্লক সভাপতি কে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সরকার সহ মুখ্যমন্ত্রী সবসময় মানুষের পাশে এবং মানুষের সাথে থাকার নির্দেশ দিয়েছেন খণ্ডঘোষ ব্লগ আজকের এই সুন্দর কর্মকাণ্ডে তার প্রমাণ দিল। বিধায়ক নবীনচন্দ্র বাগ বলেন আজ এখানে প্রায় ৪০ জন মানুষ তাদের রক্ত স্বেচ্ছায় দান করল। আগামী দিনে আবার আমরা রক্তের সংকট মেটাতে রক্তদান শিবির অনুষ্ঠান করব খণ্ডঘোষ বিধানসভায়। খণ্ডঘোষ ব্লকের জয় হিন্দ বাহিনীর সভাপতি কে অসংখ্য ধন্যবাদ।প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে আম গাছের চারা তুলে দেওয়া হয়। সাথে সাথে প্রত্যেক রক্তদাতাকে একটি করে স্মারক হাতে তুলে দেওয়া হয়।