পশ্চিম হাওড়ার ইছাপুরের বাসিন্দা ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সদস্যা ৬০ বছর বয়সী সীমা ব্যানার্জী কোভিড মুক্ত হয়ে। পরবর্তী অনান্য শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে আজ সকাল ৬টায় হাওড়া জেলা হাসপাতালে মারা যান। ওনার পুত্র দিব্যন্দু ও পুত্রবধূ রীতার ইচ্ছায় চিকিৎসাবিজ্ঞানের স্বার্থে গণদর্পণ-এর সহযোগিতায় কলকাতা মেডিকাল কলেজে সীমা ব্যানার্জীর মরদেহ দান করা হয়েছে।
বর্তমান করোনাকে কেন্দ্র করে অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিব্যেন্দু ব্যানার্জী ও পুত্রবধূ রীতা ব্যানার্জীর এই উদ্যোগ অবশ্যই দৃষ্টান্তমূলক।
গণদর্পণ-এর পক্ষ থেকে সীমা ব্যানার্জীর পুত্র দিব্যেন্দু ব্যানার্জী ও পুত্রবধূ রীতা ব্যানার্জীকে জানাই সমবেদনা ও অভিনন্দন।
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি