উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: বাংলা বিরোধী সাম্প্রদায়িক বিজেপির মিথ্যা ও অপ্রচার এবং এস আই আর দ্বারা বৈধ ভোটারদের অধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের লক্ষে বারুইপুর পূর্ব বিধানসভার তৃনমূল কংগ্রেসের তৃনমুল কংগ্রেসের আই টি সোশ্যাল মিডিয়ার সেল ও তৃনমূল ছাত্র পরিষদের উদ্যোগে রবিবার বারুইপুর চাণক্য পুরীতে আমি ডিজিটাল যোদ্ধা বিষয়ক কর্মী সভা হয়ে গেল।

যাতে উপস্থিত ছিলেন তৃনমূল যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি শুভাশিষ চক্রবর্তী,সাংসদ বাপি হালদার,তৃনমূল ছাত্র পরিষদের শ্রীজিৎ মুখার্জি,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান, বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদার,বারুইপুর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী,তৃনমূল সংখ্যা লঘু সেলের সভাপতি রফিকুল হাসান,বারুইপুর পূর্ব তৃনমূল কংগ্রেসের আই টি সেল সোশ্যাল মিডিয়ার আনোয়ার জমাদার, জেলা পরিষদ সদস্য তপন কুমার মন্ডল,রবিউল বৈদ্য সহ আরো অনেকে।


এদিন যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি শুভাশিষ চক্রবর্তী সামনে বিধানসভার নির্বাচনে ডিজিটাল যোদ্ধাদের কাজ কি তা তুলে ধরলেন। পাশাপাশি তিনি বিজেপির অপশাসনের বিরুদ্ধে সরব হতে বলেন।এদিন সাংসদ বাপি হালদার বলেন,এন আর সি করতে না পেরে এস আই আরের মধ্যে দিয়ে তৃনমূল কংগ্রেসের ভোটারদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করেছে।আমাদের সজাগ থেকে এর বিরুদ্ধে লড়াই করতে হবে।
জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান বলেন,বিজেপি ২০২১ সালে এন আর সি চালু করতে চেয়েছিল, পারে নি আর এবারে এস আই আর চালু করতে চাইছে, এবারেও পারবে না।বিপুল ভোটে আবার তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন।জংলা পার্টি কিছু করতে পারবে না।এদিন কিভাবে ডিজিটাল যোদ্ধারা কাজ করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।







