মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় একই সাথে মারা গেলেন স্বামী স্ত্রী। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার বুলচন্দ্রপুর এলাকার বর্ধমান আরামবাগ রাজ্য সড়কে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমানের দিক থেকে আরামবাগের দিকে মোটর সাইকেলে যাবার সময় একটি পাথর বোঝাই ট্রাকের পেছনের চাকায় পড়ে যায় বাইকটি। ঘটনাস্থলে গুরুতর জখম হয় স্বামী স্ত্রী দুজনেই।
তড়িঘড়ি মাধবডিহি থানার বুলচন্দ্রপুর ক্যাম্পের পুলিশ তাদেরকে উদ্ধার করে আরামবাগ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃত দুই ব্যক্তি সম্পর্কে স্বামী-স্ত্রী বলেই জানা গেছে। স্বামীর নাম তন্ময় ভট্টাচার্য (৩৪) ও স্ত্রী সায়নিকা ভট্টাচার্য (২৮)। তাদের বাড়ি মাধবডিহি থানার বাজেকামারপুর গ্রামে। এদিন দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে।