আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তিহার জেলে কিভাবে থাকবে অনুব্রত মণ্ডল

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

শেষ রক্ষা আর হল না অনুব্রত মণ্ডলের। আটকানো যায়নি অনুব্রত মণ্ডলের তিহার যাত্রা। গরুপাচার মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। মঙ্গলবার এই মামলায় অনুব্রতকে ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রাউস অ্যাভিনিউ আদালত।

 

আর এই নির্দেশের পরই তিহারে ঠাই হয় অনুব্রত মণ্ডলের। কেমন কাটল অনুব্রত মণ্ডলের প্রথম রাত ? জানতে লকআপে দেখা করতে যান অনুব্রত মণ্ডলের আইনজীবী।

 

সূত্রের খবর, তিহার জেলের ৭ নম্বর লকআপে রাখা হয়েছে অনুব্রত মণ্ডলকে, তার সঙ্গে একই সেলে রাখা হয়েছে তাঁর দেহরক্ষী সায়গল হোসেন ও হিসাবরক্ষক মণীশ কোঠারিকে। বুধবার দুপুর ৩ টেয় দেখা করতে গিয়েছিলেন অনুব্রতর আইনজীবী।

 

মূলত অনুব্রতকে অক্সিজেন, নেবুলাইজেশন, ওষুধ ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা, তা জানতেই এদিন গিয়েছিলেন অনুব্রতর আইনজীবী।

 

 

সূত্রের খবর, প্রথম রাত মোটেই ভালো কাটেনি অনুব্রত মণ্ডলের। প্রথম রাতে আলাদা ঘরে রাখা হয় অনুব্রতকে। সন্ধ্যে হবার আগেই তাকে নিয়ে যাওয়া হয় তিহার জেলে, সেখানে যাবার পর থেকেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় দাপুটে নেতার। শ্বাসকষ্ট হওয়ার কারণে ঠিক মত ঘুম হয়নি অনুব্রতর।

See also  রায়না দু নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাধবডিহিতে একটি সভা অনুষ্ঠিত হলো

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি