মীর ওজল ( খন্ডঘোষ ) :- ভাড়াটিয়ার ঘরের আলমারি ভেঙ্গে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। ঘটনা পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের রুপসা গ্রামে। অভিযুক্ত বাড়ির মালিকের নাম রাজেন্দ্র ঘোষ(49) অভিযুক্তকে পাঁচদিনের পুলিশ হেফাজতে চেয়ে বর্ধমান আদালতে পেশ করল খণ্ডঘোষ থানার পুলিশ। জানা যায় রাজেন্দ্র ঘোষের দোতলা বাড়ির একতলাতে দীর্ঘদিন ধরে চারজন বালি খাদান এর শ্রমিক ভাড়া থাকতেন।
পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে দোতালায় বসবাস করতেন অভিযুক্ত রাজেন্দ্র ঘোষ। গতকাল অর্থাৎ মঙ্গলবার ভাড়াটিয়া সৌরভ দাস সহ অন্যান্যরা খন্ডঘোস থানায় অভিযোগ জানান তাদের ঘরের আলমারি ভেঙে দুই লক্ষ 55 হাজার টাকা উধাও হয়ে গেছে, অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেন খণ্ডঘোষ থানার পুলিশ বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হলে কিছু অসংগতি ধরা পড়ে তার কথাবার্তায় ।
তারপর সন্ধেবেলায় বাড়ির মালিক কে থানায় নিয়ে আসেন খণ্ডঘোষ থানার পুলিশ,থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে অভিযুক্ত রাজেন্দ্র ঘোষ চুরি যাওয়া টাকা কথা পুলিশের সামনে স্বীকার করে নেন। জিজ্ঞাসাবাদের পরে তার কাছ থেকে আপাতত পুলিশ এক লক্ষ টাকা উদ্ধার করে, এরপর আজ ওই অভিযুক্তদের বর্ধমান আদালতে পেশ করেছেন খণ্ডঘোষ থানার পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে খণ্ডঘোষ থানার পুলিশ।