আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার ইচ্ছা পূরণ হয়নি তার, তাই নিজের বহুমূল্য আড়াই কাঠা জমি এলাকার শিশুদের শিক্ষার উদ্দেশ্যে দান করলেন সরকারকে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
কৃষ্ণ সাহা ( উচালন ) :-
চ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার ইচ্ছা পূরণ হয়নি তার, তাই নিজের বহুমূল্য আড়াই কাঠা জমি এলাকার শিশুদের শিক্ষার উদ্দেশ্যে দান করলেন সরকারকে। রায়না ২ ব্লকের উচালের ওই ব্যক্তির নাম বাসুদেব গুহ ওরফে ভকত। বাবা ঈশ্বর কৃষ্ণমোহন গুহ এবং স্ত্রী রাজলক্ষ্মী গুহর স্মৃতির উদ্দেশ্যে তার এই জমি দান।সেই দান করা জমির উপর এই তৈরি হলো আইসিডিএস সেন্টার।
আজ ফিতে কেটে তা উদ্বোধন করা হলো। ক্লাস নাইন পর্যন্ত পড়েছেন বাসুদেব বাবু। এরপর এদিক ওদিক থেকে কোন রকমে নিজের জীবন চালিয়ে আজ উন্নতির শিখরে। পূর্বজীবনের সহ্য করা কষ্ট যাতে সার্থক হয় তাই স্থানীয় শিশুদের জন্য এমন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।

উচালন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উচালন আমতলায় এই আইসিডিএস সেন্টার গঠিত হলো প্রায় ১০ লক্ষ টাকা ব্যায়ে। আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে বিডিও দীপ্যমান মজুমদার পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক এই আইসিডিএস সেন্টারের শুভ উদ্বোধন করেন।
আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচালন গ্রাম পঞ্চায়েতের প্রধান দোলন দাস , উপপ্রধান আনিসুর রহমান সেখ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনসার আলি খান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন ও ছায়া গুহ সহ পঞ্চায়েতের অন্যান্য স্টাফেরা। এই আইসিডিএস সেন্টারের অন্যতম বৈশিষ্ট্য হলো চারিদিকে ফুল ফল গাছ গাছালি এবং অক্ষর বৈচিত্র। যাতে শিশুরা এসে মনোরম পরিবেশে পড়াশোনা করতে পারে তাই এই উদ্যোগ।
See also  মোবাইল ফোনের সূত্র ধরে হারিয়ে যাওয়ার নগদ টাকা সহ আরো অন্যান্য জিনিসপত্র উদ্ধার করল পুলিশ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি