সরকারি উদ্যোগে তৈরি হচ্ছে ভেষজ আবির। দোলের রং খেলায় যাতে ত্বকের ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রেখেই এমন উদ্যোগ। ভেষজ উপায়ে আবির তৈরি মোটেই নতুন কিছু নয়। তবে মূলত ব্যক্তিগত উদ্যোগে এতদিন তা হয়ে এসেছে।
এবার সরকারিভাবে সংগঠিত উপায়ে সেই কাজ করছে নন টিম্বার ফরেস্ট প্রডিউস ডিপার্টমেন্ট। ফুল থেকে তৈরি হচ্ছে আবির, যা দোলের আগে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।রাসায়নিক আবিরের ক্ষতিকারক ব্যবহার থেকে মানুষকে রক্ষা করতেই সরকারি বিভাগের এই ভেষজ আবির তৈরির উদ্যোগ। মূলত মুলতানি মাটি সহ বিভিন্ন ফল ও পাতা দিয়ে তৈরি হচ্ছে এই আবির।
গত বছরও সম্পূর্ণ ভেষজ উপায়ে এই আবির তৈরি করা হয়েছিল নন টিম্বার ফরেস্ট প্রডিউস ডিপার্টমেন্টের পক্ষ থেকে। যার পরিমাণ ছিল ৩.৫ কুইন্টাল। তবে ব্যাপক চাহিদা থাকায় এবার প্রায় ৭ কুইন্টাল আবির তৈরি করা হচ্ছে বলে সরকারি ওই বিভাগ থেকে জানা গিয়েছে।