রথীন রায়:- রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয় প্রতিবেশীরা ! নৃশংস ঘটনার স্বাক্ষী দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায় ! ঘটনা ঘিরে উত্তেজনা, চুরি করতে এসে বৃদ্ধার উপর যৌন নির্যাতন ! এমনকি খুনের চেষ্টাও করা হয় ! রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরা !
গতকাল রাতেই এই ঘটনা ঘিরে তৈরী হয়েছে চাঞ্চল্য ! ঘটনা ঘিরে থমথমে গোটা গ্রাম !
নির্যাতিতা সত্তরোর্ধ্ব ওই বৃদ্ধার দাবি, তাঁকে খুনেরও চেষ্টা করেছিল দুষ্কৃতীরা ! তবে প্রতিবেশীদের তৎপরতায় তিনি প্রাণে রক্ষা পেয়েছেন ! স্থানীয় সূত্রের খবর, গ্রামে দুই কামরার টালির বাড়িতে একাই থাকতেন নির্যাতিতা বৃদ্ধা ! কিছুটা দূরে তাঁর ছেলে পরিবার নিয়ে থাকতেন !
তবে নিয়মিত দেখা করতে আসতেন ছেলে সহ পরিবারের সকল সদস্য ! সত্তরোর্ধ্ব ওই বৃদ্ধার দাবি, তাঁর সম্বল বলতে একটি সেলাই মেশিন ! তিনি জানান, শনিবার রাতে তাঁর বাড়ির টালির ছাদ খুলে ঘরের ভিতর ঢোকে জনাকয়েক দুষ্কৃতী ! সেলাই মেশিনটি চুরি করাই উদ্দেশ্য ছিল ওই দুষ্কৃতীদের, আর সেই উদ্দেশ্যেই ওই বৃদ্ধাকে ধর্ষণ করে তারা ! তাঁকে খুনেরও চেষ্টা করা হয় বলেও অভিযোগ !
গ্রামবাসীরা গোটা বিষয়টিতে হতবাক, অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি করেছেন ! পুলিশ সূত্রে খবর শীঘ্রই তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে !!