আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়নায় সেচ ক্যানেলের পাড় থেকে উদ্ধার যুগলের ঝুলন্ত মৃতদেহ

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ৮ ফেব্রুয়ারি :- সেচ ক্যানেলের পাড়ের গাছ থেকে উদ্ধার হল ঝুলন্ত অবস্থায় থাকা যুগলের মৃতদেহ।যা নিয়ে মঙ্গলবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে
পড়ে পূর্ব বর্ধমানের রায়না থানার নাড়ুগ্রাম পঞ্চায়েতের নান্দাল গ্রামে।খবর পেয়ে রায়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে গাছ থেকে দুটি মৃতদেহ উদ্ধার করে ।পুলিশ জানিয়েছে ,
মৃতদের নাম রুপনাথ হাজরা (২৪) ও পুতুল রাণা (৩১)।দু’জনেরই বাড়ি রায়নার নান্দাল গ্রামে। অস্বাবাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ এদিনই মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে পাঠায়। রায়না থানার পুলিশ যুগলের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে ।

 

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , রুপনাথ হাজরা ও পুতুল রাণা দু’জনেরই বাড়ি রায়নার নান্দাল গ্রামে ।তবে এরা কেউ স্বামী স্ত্রী নয় । পেশায় লরি চালক রুপনাথ অবিবাহিত। তাঁর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক সম্পর্ক তৈরি হয়েছিল গ্রামেরই বধূ পুতুলের। এলাকাবাসীর কথায় জানা গিয়েছে, পুতুল ও রুপনাথের অবৈধ সম্পর্কের কথা দু’জনের পরিবারের কেউই মেনে নেননি ।এই পরিস্থিতিতে সম্পর্ক নিয়ে টানা পড়েনের জেরে যুগল আত্মঘাতী হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এই মৃত্যুর ঘটনা নিয়ে দুই মৃতর পরিবারের কেউ এদিন বিকাল পর্যন্ত থানায় কারুর বিরুদ্ধে কোন অভিযোগ জানায়নি।তবে পুলিশ তদন্তে নেমে
যুগলের মৃত্যুর প্রকৃত কারণ কি তা খতিয়ে দেখছে ।

 

 

 

See also  বৃষ্টির জলে জলমগ্ন রায়নার বিস্তীর্ণ এলাকা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি