আজ থেকে উত্তরে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। যদিও দক্ষিণে সেই ভাবে বাড়ার সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা কম। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
প্রসঙ্গত, টানা কয়েকদিন ধরে বঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি। একের পর এক জেলায় জারি করা হয়েছে সতর্কতা। যদিও ইতিমধ্যেই ভারী বৃষ্টিতে নাজেহাল উত্তরবঙ্গ। শিলিগুড়ির পাশাপাশি একাধিক জেলা জলমগ্ন। এর মধ্যেই ফের উত্তরে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
যদিও পরে দক্ষিণবঙ্গ সহ কলকাতায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও বাংলায় অনেক জেলাতেই বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টি হতে পারে। অর্থাৎ ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই পাবে বঙ্গবাসী।
শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৪ শতাংশ। গতকাল বৃষ্টিপাতের পরিমাণ ১৩ শতাংশ। যদিও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।