কৃষ্ণ সাহা ( খন্ডঘোষ ) :- গতকাল ছিল খুশির ঈদ। ইসলাম ধর্মাবলম্বী মানুষের জন্য সবচেয়ে পবিত্র দিন। ঈদের পবিত্র দিনে খণ্ডঘোষ থানার ওসির পক্ষ থেকে খণ্ডঘোষ ব্লকের সকল ইমাম দের সংবর্ধনা জ্ঞাপন করেছেন। তারই ফলশ্রুতিতে ঈদের পরের দিন অর্থাৎ আজ ঈদ উপলক্ষে খন্ডঘোষের ওসিকে ইমাম সাহেব দের তরফ হতে সম্বার্ধনা জ্ঞাপন করা হলো। ঈদ উপলক্ষে অমুসলিম ভাইদেরকে সিমাই ও লাচচা দেয়া হয়।
প্রসঙ্গত, করোনার সংক্রমণ এর মধ্যে দিয়েই পালিত হয়েছে ঈদের অনুষ্ঠান। তবে সবটাই সরকারি রীতি-নীতি আর করোনা নির্দেশিকা মেনে। মাস্ক স্যানিটাইজার সামাজিক দূরত্ব ছিল সবক্ষেত্রেই অগ্রগণ্য। এবছর সেভাবে জমায়েত করার নির্দেশিকা দেয়নি নবান্ন। সব রকম জমায়েত বন্ধ ছিল। তাই খুশির ঈদ এবছর সেভাবে আনন্দে কাটে নি। তবুও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যতটা সম্ভব ততটা উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের এই সংবর্ধনা জ্ঞাপন এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ সামসুর জোহা, হাফেজ ওয়াজেদ ,সদরুল আলম সহ আরও অনেকে।