আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

স্নাতকে ভর্তির পোর্টাল খুলছে ১৭ জুন: উচ্চশিক্ষা দফতরের বিজ্ঞপ্তি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now


দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৭ জুন, সোমবার বিকেল ৪টেয় উচ্চশিক্ষা দফতর স্নাতকে ভর্তির পোর্টাল খুলতে চলেছে। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের প্রায় দেড় মাস পর এই সিদ্ধান্ত উচ্চশিক্ষার দোরগোড়ায় অপেক্ষারত শিক্ষার্থীদের জন্য স্বস্তি নিয়ে এসেছে। গত ৭ মে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলেও, কিছু জটিলতার কারণে ভর্তি প্রক্রিয়া শুরু হতে বিলম্ব হচ্ছিল।


বিলম্বের কারণ ও জটমুক্তি :-
ভর্তি প্রক্রিয়া শুরু হতে দেরি হওয়ার প্রধান কারণ ছিল ওবিসি (OBC) তালিকা নিয়ে সংশয়। বিরোধী দলগুলোর পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে, ওবিসি তালিকা চূড়ান্ত না হওয়ায় ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। এই জট নিরসনে রাজ্য সরকার গতকাল ১৪০ শ্রেণীর ওবিসি তালিকা প্রকাশ করেছে, যা ভর্তির পথ সুগম করেছে।


শিক্ষার্থীদের জন্য স্বস্তি:-
এই ঘোষণার ফলে রাজ্যের হাজার হাজার উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থী এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তারা এখন নিজেদের পছন্দের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে। উচ্চশিক্ষা দফতর এই প্রক্রিয়াকে নির্বিঘ্ন করতে সব রকম প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।


পরবর্তী পদক্ষেপ:-
শিক্ষার্থীদের উচিত হবে ১৭ জুন পোর্টাল খোলার সাথে সাথেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা এবং নির্ভুলভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা। বিস্তারিত নির্দেশাবলী পোর্টালে উপলব্ধ থাকবে।

See also  ভাতারের খেরুর গ্রাম থেকে এক গৃহবধুর পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি