প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে এসেও রাজনৈতিক হিংসা ও বহিরাগত প্রসঙ্গ নিয়ে টিপ্পনী করতে ছাড়লেন না রাজ্যপাল জাগদীপ ধনকার। সোমবার বেলায় রাজ্যপাল জাগদীপ ধনকার সস্ত্রীক পুজো দিতে আসেন বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে। সর্বমঙ্গলা মন্দির চত্বরে রয়েছে ইতিহাস প্রসিদ্ধ 108 শিব মন্দির। রাজ্যপাল ও তাঁর স্ত্রী সুদেশ ধনকার শিব মন্দিরে বসে পুজো অর্চনা সারেন।
পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জগদীপ ধনকর বলেন , আজকের দিনটা আমার ও আমার স্ত্রীর কাছে উল্লেখযোগ্য দিন। ঐতিহাসিক শিব মন্দিরে পুজো দিলাম। আমি ও আমার স্ত্রী শিব মন্দিরে বসেই পূজা-অর্চনা করেছি। প্রার্থনা করেছি 2021 পশ্চিম বাংলার জনগণের জন্য যেন শান্তি ও সুখের হয়। পশ্চিমবাংলা হিংসা থেকে যেন দূরে থাকে।
প্রার্থনার কথা জানাতে জানাতেই রাজ্যপাল স্মরণ করিয়ে দেন, এই বছরটা পশ্চিমবঙ্গে ভোটের বছর। তাই আমি মন্দিরে প্রার্থনা করেছি ,‘এতদিন পশ্চিমবাংলায় যে ছবি ছিল সেই হিংসার আর যেন কোন স্থান না হয়।’ রাজ্যপাল জগদীপ ধনকর এরপরেই বলেন , তিনি আরো প্রার্থনা করেছেন কারোর প্রতি আমরা যেন রাগ বিদ্বেষ না রাখি। সবাই ভারতের একতায় যেন বিশ্বাস করি। আমরা সবাই ভারত মাতার সেবক। আমাদের দেশ এক। পশ্চিম বাংলার সংস্কৃতির প্রকাশ দেশ ও দুনিয়া জুড়ে ছড়িয়ে আছে। সেই প্রকাশ বজায় থাকুক বাংলাতেও বলে রাজ্যপাল এদিন মন্তব্য করেছেন।