আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমানেই সরকারি আবাসনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ! তিনটি ফ্লাটে তালা ভেঙে চুড়ি

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা ( বর্ধমান ) :- পূর্ব বর্ধমান জেলার সাধনপুর সরকারী আবাসনে চুরির ঘটনায় ভীত সন্ত্রস্ত্র আবাসিকরা। শুক্রবার গভীর রাতে আবাসনের তিনটি ফ্ল‍্যাটের তালা ভেঙে চুরি হয় মূল্যবান সামগ্রী বলে অভিযোগ । শনিবার সকালে আবাসিকরা লক্ষ্য করেন ফ্ল‍্যাটের দরজা বাইরে থেকে বন্ধ আছে।আতঙ্কিত হয়ে পরেন আবসিকরা। এর পর জানতে পারেন সাধনপুর আবাসনের তিনটি ফ্ল‍্যাটে চুরি হয়েছে ।

আবাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ‍্যেই । এই সরকারি আবাসনে দিন রাত নিরাপত্তা কর্মী থাকা সত্ত্বেও এই ভাবে চুরির ঘটনায় রীতিমত আতঙ্কিত আবাসিকরা । আবাসনের মহিলাদের বক্তব্য নিরাপত্তা অভাব বোধ করছি আমরা । আবাসনের বিনোদন সংঘের সম্পাদক শুভাশিস পরামানিক জানালেন কুড়িটি ব্লকের তিনটি ফ্ল্যাটে চুরি হয়।
এই প্রথম চুরির ঘটনা ঘটল । স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা ও সিসিটিভি বসানোর বিষয়ে আলোচনা করা হবে।

See also  জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু ১ পুলিশ কর্মীর - জখম ১ পুলিশ কর্মী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি