আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বছরের শেষ মাসে খুশির খবর, আবারো শুরু হচ্ছে দুয়ারে সরকার

By krishna Saha

Published :

দুয়ারে সরকার
WhatsApp Channel Join Now

বছরের শেষ মাসে খুশির খবর। আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার। কবে থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প? এইবার দুয়ারে সরকার ক্যাম্পে পশ্চিমবঙ্গবাসীরা কি কি সুবিধা পাবেন? কোন কোন এলাকায় কবে কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে?

জানিয়ে রাখি, ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে আবেদন জমা নেওয়ার কাজ। ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ। দুয়ারেই পৌঁছে যাবে সরকার। মানে সরকারি পরিষেবা পাওয়ার জন্য় আর ছুটে বেড়াতে হবে না।

দুয়ারেই বসবে সরকারি শিবির। সেখানে নানা দফতরের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সরকারি নানা পরিষেবা পাওয়া যাবে ওই শিবিরের মাধ্যমে। রেশন কার্ড থেকে বার্ধক্য ভাতা, পরিযায়ী শিল্পীদের নাম নথিভুক্তিকরণ থেকে হস্তশিল্পীদের কল্যাণমূলক প্রকল্প সব পাবেন এক ছাতার তলায়। সব মিলিয়ে ৩৫ টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে। উত্তরকাশীতে যে সুরঙ্গ বিপর্যয় হয় তাতে রাজ্যের ৩ জন শ্রমিক আটকে পড়েন।


পরে তাঁদের, আটকে পড়া অন্য শ্রমিকদের সঙ্গে সুস্থ শরীরে উদ্ধার করা হয়। তারপরেই এই শ্রমিকদের নাম কর্মসাথী প্রকল্পে তোলার বিষয়ে জোর দেওয়া হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের নানা রকম সামাজিক সুরক্ষা এবং অন্য সুবিধা দেওয়ার জন্য তৎপর হয়েছে রাজ্য। এছাড়াও বিভিন্ন এলাকায় গিয়ে তাঁদের নাম বিশেষ পোর্টালে তোলার ব্যবস্থা করা হবে।


বাংলার বহু মানুষ এই দুয়ারে সরকার শিবিরের দিকে চেয়ে থাকেন। কারণ এক দফতর থেকে অপর দফতরে যেতে গেলে কোন স্তরে হয়রান হতে হয় সেটা বাংলার আমজনতা ভালোই জানেন। সেক্ষেত্রে দুয়ারে সরকার অন্তত কিছু ক্ষেত্রে সরকারি দফতরের হয়রানি, আমলাতান্ত্রিক জটিলতা থেকে কিছুটা হলেও রেহাই দিয়েছে সাধারণ মানুষকে।

See also  করোনা দোহাই দিয়ে বিনা লাইফ জ্যাকেটেই গাদাগাদি করে নৌকায় চেপে চলছে ভরা দামোদর পারাপার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি