পুজোর সময় যাত্রীদের জন্য সুখবর। এবার শনি ও রবিবারেও নোয়াপাড়া-বিমানবন্দর রুটে মেট্রো চলবে, যেটি যাত্রীদের সুবিধা নিশ্চিত করবে।
গত ২২ আগস্ট রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তিনটি মেট্রো রুটের উদ্বোধন করেন। তার মধ্যে একটি হল নোয়াপাড়া-বিমানবন্দর রুট। ২৫ আগস্ট থেকে ইয়েলো রুটে চারটি স্টেশনে যাত্রী পরিষেবা শুরু হয়েছে। সেগুলি হল – নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং জয় হিন্দ (দমদম বিমানবন্দর)।

এর আগে সোম থেকে শুক্র পর্যন্ত এই রুটে মেট্রো পরিষেবা চালু ছিল। তবে ১৩ সেপ্টেম্বর থেকে সপ্তাহান্তেও এই রুটে মেট্রো পাওয়া যাবে। আপ এবং ডাউন উভয় দিক মিলিয়ে ২২টি করে মোট ৪৪টি মেট্রো চলবে।
শনিবার সকাল ৭টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৮টা ৩২ মিনিট পর্যন্ত মেট্রো পাওয়া যাবে। রবিবার প্রথম মেট্রো আসবে সকাল ৮টা ৩৫ মিনিটে এবং শেষ মেট্রো চলবে রাত ৮টা ২২ মিনিটে। মেট্রো ৩৫ মিনিট অন্তর চলবে।