আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দেবী অন্নপূর্ণা পুজোর শুভ উদ্বোধন খণ্ডঘোষের তাঁতি পাড়ায়

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দেবী অন্নপূর্ণা পুজোর শুভ উদ্বোধন খণ্ডঘোষের তাঁতি পাড়ায়

দেবী অন্নপূর্ণার মাথায় থাকে নবচন্দ্র। এছাড়া একপাশে থাকে ভূমি এবং আর এক পাশে থাকে শ্রী। বিশ্বাস করা হয় যে, দেবী নৃত্যপরায়ণ মহাদেব শিবকে দেখে সন্তুষ্ট হন।

হিন্দু ধর্ম মতে, মা অন্নপূর্ণা সন্তুষ্ট হলে গৃহে কখনও অন্নের অভাব ঘটে না। পশ্চিমবাংলার বিভিন্ন স্থানে তাই ভক্তি ভরে দেবীর পুজো করা হয়। ১৩ই ডিসেম্বর সোমবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ গ্রামের তাঁতি পাড়ায় নব সাক্ষর ক্লাবের পরিচালনায় শুভ উদ্বোধন হল অন্নপূর্ণা পুজোর।

ফিতে কেটে প্রদীপ প্রজ্জলন করে পুজোর শুভ উদ্বোধন করেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল কুমার দত্ত। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বাসবী রায়, সমাজসেবী লুৎফার আহমেদ, মৎস কর্মাধ্যক্ষ সেখ মঈনুদ্দিন, বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব হাজরা, শাঁখারি-২ উপপ্রধান সেখ সইফুদ্দিন, খণ্ডঘোষ পঞ্চায়েত প্রধান হারু সাঁতরা সহ আরও অনেকে। উদ্বোধনের সমাপ্তির পরে আগত অতিথিরা তাদের বক্তব্য ব্যক্ত করেন উপস্থিত সাধারণ মানুষের সন্নিকটে। এদিন বেশ কিছু দুঃস্থ মানুষদের উদ্দেশ্যে বস্ত্র তুলে দেওয়া হয় বিধায়কের উপস্থিতিতে।

See also  সাংবাদিক স্বার্থে এগিয়ে এল বেঙ্গল প্রেস ক্লাব।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি