কৃষ্ণ সাহা ( রায়না ) :- পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকের পক্ষ থেকে আজ ছাগল বিতরণ করা হলো। আতমা প্রকল্পের অধীনে ত্রিশ জনকে ছাগল দেবার কথা পরিকল্পনা করেছিলেন বিএলডিও। তারই আজ প্রথম দিন। আজ 15 জনকে দুটি করে ছাগল এবং ওষুধ দেওয়া হয়েছে।
পরের সোমবার 12 তারিখে আরও 15 জনকে একই ভাবে ছাগল এবং ওষুধ দেওয়া হবে। হিজলনা, নারুগ্রাম,পলাশন জিপিতে আজ ছাগল বিতরণ করা হয়।একটি গ্রুপের মাধ্যমে বহরমপুর এবং নারুগ্রাম থেকে ছাগল কিনে সকলকে দেওয়া হয়েছে বলে জানালেন বি এলডিও।