আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ছেলেকে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করা স্ত্রীকে কুপিয়ে খুন করে ফেরার স্বামী- বাবার বিরুদ্ধে থানায় মাকে খুনের অভিযোগ দায়ের করলো মেয়ে 

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

 

 

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান

 

ছেলেকে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করায় মাকে

কুপিয়ে খুন করে গা ঢাকা দেওয়ার অভিযোগ উঠলো বাবার বিরুদ্ধে।এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত গ্রামকালনা তালপুকুর এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃত বধূ ঠাকুরানী বাগ (৪২) এর রক্তাত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।মৃতার মেয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের মামলা রুজু করে বধূকে হত্যাকারী স্বামী মদন বাগের সন্ধান শুরু করেছে।

 

 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ঠাকুরানী বাগ কালনার ধাত্রীগ্রাম পঞ্চায়েতের গ্রামকালনার বাসিন্দা ।তাঁত বস্ত্র তৈরির কাজ করেই এই এলাকার মানুষজনের জীবন জীবিকা নির্বাহ হয়।

 

 

ঠাকুরানী বাগ ও তাঁর স্বামী মদন বাগ কাপড়ে মাড় দেওয়ার কাজ করে উপার্জন করতেন। এই দম্পতির দুই মেয়ে সঙ্গীতা ও শতরূপা সাবালক। এক ছেলে মনোজিৎ এর বয়স মাত্র ১৬ বছর । তবে নাবালক বয়সেই লেখাপড়ায় ইতি টেনে মণোজিৎ মালদায় হোটেল শ্রমিকের কাজে যুক্ত হয়েছে।

 

 

 

মৃতার দুই মেয়ে সঙ্গীতা ও শতরূপা এদিন জানান,“রবিবার রাতে তাঁরা তাঁদের মা ও বাবার সঙ্গে একসাথে খাওয়া-দাওয়া সারে ।রাত ১২ টার পর বাবা ও মা একটি ঘরে শুতে চলে যায়। তাঁরা দুই বোন পাশের ঘরে গিয়ে শোয় ।সঙ্গীতা ও শতরূপা এও জানায়,সোমবার সকাল পেরিয়ে অনেকটা বেলা গড়িয়ে যাবার পরেও তাঁদের মা ঘর থেকে না বের হওয়ার মায়ের ঘরে যায় ।

 

তখনই তাঁরা দেখে তাঁদের মা রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে রয়েছে। ।কিন্তু তাঁদের বাবাকে তাঁরা ঘরে দেখতে পায় না। দুই মেয়ে অভিযোগে জানায়,তাঁদের বাবা ও মায়ের মধ্যে প্রতিদিনই কোন না কোন বিষয় নিয়ে অশান্তি লেগে থাকতো। বাবাই মাকে খুন করে গা ঢাকা দিয়েছে বলে মেয়েরা অভিযোগ করে।

See also  কেমন কাটবে আজ আপনার দিন

 

 

মৃত বধূর ভাই খোকন মিস্ত্রীর অভিযোগ আরও মারাত্মক। তিনি এদিন অভিযোগে বলেন ,তাঁর বোন ঠাকুরানী ও ভাগ্নে মনোজিৎ এর মধ্যেকার মা ছেলের সম্পর্ককেও সন্দেহের চোখে দেখতো জামাইবাবু মদন বাগ। তিনি ভাগ্নেকে বাড়িতেও আসতে দিতেন না।তাই মালদায় হোটেলের কাজে ছুটি পেলে মনোজিৎ নিজের বাড়ি না গিয়ে মামার বাড়িতে এসে উঠতো।

 

খোকন বলেন,রবিবার ভাগ্না মণোজিৎ মামার বাড়িতে ফিরেছে জানতে পেরে

আমার বোন ঠাকুরানী ভাগ্নার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে জামাইবাবুর কাছে। বেনের সেই ইচ্ছার কথা শুনেই বেজায় চটে যায় জামাই মদন বাগ ।শেষে পর্যন্ত জামাইয়ের অস্বাভাবিক সন্দেহের রোষানলে পড়ে আমার বোন খুন হল । জামাই মদন বাগের দৃষ্টান্তমূলক সাজার দাবি করেছেন নিহতেই ভাই খোকন মিস্ত্রী।

 

 

পুলিশ জানিয়েছে ,দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

তদন্ত শুরু হয়েছে । ঘটনার পরেই অভিযুক্ত গা ঢাকা দিয়েছে । তার সন্ধান চালানো হচ্ছে।

 

 

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি