আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

শেষ নিশ্বাস ত্যাগ করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

শেষ নিশ্বাস ত্যাগ করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।মঙ্গলবার সন্ধেবেলা কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা। শিল্পীর প্রয়াণের খবর টুইট করে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন। শিল্পীর প্রয়াণে শোকাহত অনুরাগীরা।
গত ২৬ জানুয়ারি বুধবার সন্ধ্যা থেকেই অসুস্থ হয়ে পড়েন ওই প্রবাদ প্রতিম সঙ্গীতশিল্পী। পর দিন তাঁকে গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়।তার পর থেকে সেরে উঠছিলেন শিল্পী।

মঙ্গলবার হাসপাতালের তরফে জানানো হয় আচমকা রক্তচাপ কমে যাওয়ার কারণে কিংবদন্তী শিল্পীকে ভেসোপ্রেসার সাপোর্টে রাখা হয়েছে। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি।রাত হতেই নিভে যায় প্রদীপ । চিরতরে বিদায় নেন প্রবাদ প্রতিম গায়িকা।
প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই তাঁকে পদ্মশ্রী পুরস্কার দিতে চেয়েছিল কেন্দ্র সরকার। অভিমানে তা প্রত্যাখ্যান করেন শিল্পী। স্পষ্ট ভাষায় জানান, “মেরা দিল নাহি চাহতা হায়। আর একটা কথা জেনে রাখুন। আমার শ্রোতারাই আমার পুরস্কার।”

ঘটনাচক্রে এরপরই অসুস্থ হন তিনি। প্রথমে SSKM-এ ভর্তি করা হলেও পরে তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তড়িঘড়ি গঠিত হয় মেডিক্যাল বোর্ড।চিকিত্‍সাও চলছিল। জানা যায়, শৌচাগারে পড়ে গিয়ে চোট পান শিল্পী। এর পর বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। সেইসঙ্গে যোগ হয়েছিল শ্বাসকষ্টজনিত সমস্যাও। তাঁর দু’টি ফুসফুসেই সংক্রমণ দেখা দেয় বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

See also  অনির্দিষ্ট কালের জন্য তারাকেস্বর মন্দির খোলা থাকবে শুধু মাত্র সকাল ৭ টা থেকে সকাল ১০ টা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি