বিধানসভা নির্বাচনের আগে নানুরে মোহনপুর গ্ৰামের একটি পরিত্যাক্ত বাড়ির মধ্যে থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নানুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মোহনপুর গ্ৰামের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ওই গ্ৰামের একটি পরিত্যক্ত বাড়ির মধ্যে নতুন বালতি পড়ে থাকতে দেখে পুলিশ। তা দেখে পুলিশের সন্দেহ হতেই ওই বালতির ঢাকনা খুলতেই বেরিয়ে আসে তাজা বোমা। পড়ে সেই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়।
পুলিশ জানায়, ওই এলাকায় দুটি বালতি থেকে আনুমানিক ৩০টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বোমা গুলি ঘিরে রেখেছে নানু থানার পুলিশ। বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডে খবর দেওয়া হয়েছে।
তবে ওই এলাকায় বোমাগুলি কোথা থেকে এলো? কি উদ্দেশ্য নিয়ে সংশ্লিষ্ট স্থানে রাখা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
বীরভূমে নানুর থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট








