রাজীব মন্ডল ( বাঁকুড়া ) :- দুটি লরির মুখোমুখি সংঘর্ষে জেরে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল দুটি লরি। ঘটনায় দুটি লরির চালক ও খালাসি মিলিয়ে মোট চার জনের মৃত্যু হয়েছে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার মড়ার এক নম্বর ক্যাম্পের কাছে। স্থানীয় সূত্রে জানা যায় মড়ার এক নম্বর ক্যাম্পের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে পরস্পরের অভিমুখে যাওয়া দুটি লরি রাত একটা নাগাদ পরস্পরকে মুখোমুখি ধাক্কা মারে। লরিগুলির মধ্যে একটি রোড চন্দ্রকোনার দিক থেকে এডবেস্টার বোঝাই করে বাঁকুড়ার দিকে যাচ্ছিল।
অন্য লরিটি পাথর বোঝাই করে বাঁকুড়ার দিক থেকে রোড চন্দ্রকোনার দিকে যাচ্ছিল। লরি দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে দুটি লরিতেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে ঘণ্টা দুয়েক যুদ্ধকালীন তৎপরতায় পরে আগুন নেভানো হয়। লরি দুটি থেকে মোট চারজনের অর্ধপোড়া অবস্থায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। দুর্ঘটনার সময় ওই দুটি লরিতে আর কোনো ব্যাক্তি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান লরি দুটির মধ্যে সংঘর্ষের ঘটনার সাথে সাথে দুজন লরি থেকে ছিটকে রাস্তায় পড়ে মারা যান। অন্যদিকে দুটি লরির চালক ড্রাইভারস কেবিনের মধ্যে আটকে পড়ায় আগুনে পুড়ে তাঁদের মৃত্যু হয়। এই ঘটনার জেরে রাত থেকে সকাল পর্যন্ত বেশ কয়েক ঘন্টা ৬০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে । পরে বিষ্ণুপুর থানার পুলিশি তৎপরতায় ওই সড়কে ফের যান চলাচল শুরু হয়।