কোন্নগরে মধুচক্রের আসর আবাসনের মালিক সহ আটক চার By krishna Saha Updated : 05/12/2023 WhatsApp Channel Join Now হুগলি জেলার কোন্নগরে বড়সড় মধুচক্রের আসরের পর্দাফাঁস।সোমবার মধুচক্রের আসর থেকে আবাসনের মালিক সহ চারজনকে আটক করেছে উত্তরপাড়া থানার পুলিশ।কোন্নগরের শকুন্তলা কালি বাড়ি রাস্তায় মাদার দেয়ারী দুধের কাউন্টার এলাকায় আবাসনে চলতো এই মধুচক্রের আসর।এলাকার বাসিন্দারা জানান অনেকদিন ধরেই ওই আবাসনে অচেনা ছেলে মেয়েদের আনাগোনা ছিল। Krishaksetu Bangla এদিন আবার বহিরাগত ছেলেমেয়েরা আসায় তাদের আটকে পুলিশে খবর দেয় বাসিন্দারা।এরপর উত্তরপাড়া থানার পুলিশ গিয়ে আবাসনের মালিক সহ দুজন ছেলে ও দুজন মেয়েকে আটক করে।এলাকার বাসিন্দারা আরো জানান ওই আবাসনে প্যান কার্ড বানানোর নামে ওই ব্যবসা চলতো।এলাকায় মধুচক্রের হদিস মিলতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা। See also বাইক ও বাসের সংঘর্ষে জখম ২