আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কোন্নগরে মধুচক্রের আসর আবাসনের মালিক সহ আটক চার

krishna Saha

Updated :

WhatsApp Channel Join Now
হুগলি জেলার কোন্নগরে বড়সড় মধুচক্রের আসরের পর্দাফাঁস।সোমবার মধুচক্রের আসর থেকে আবাসনের মালিক সহ চারজনকে আটক করেছে উত্তরপাড়া থানার পুলিশ।কোন্নগরের শকুন্তলা কালি বাড়ি রাস্তায় মাদার দেয়ারী দুধের কাউন্টার এলাকায় আবাসনে চলতো এই মধুচক্রের আসর।এলাকার বাসিন্দারা জানান অনেকদিন ধরেই ওই আবাসনে অচেনা ছেলে মেয়েদের আনাগোনা ছিল।
Krishaksetu Bangla
এদিন আবার বহিরাগত ছেলেমেয়েরা আসায় তাদের আটকে পুলিশে খবর দেয় বাসিন্দারা।এরপর উত্তরপাড়া থানার পুলিশ গিয়ে আবাসনের মালিক সহ দুজন ছেলে ও দুজন মেয়েকে আটক করে।এলাকার বাসিন্দারা আরো জানান ওই আবাসনে প্যান কার্ড বানানোর নামে ওই ব্যবসা চলতো।এলাকায় মধুচক্রের হদিস মিলতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা।
See also  সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটি সুখবর আনতে চলেছে রাজ্য সরকার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি