আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার গলসির স্বর্ণ ব্যবসাীর কাছথেকে সোনা রুপো ও টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত চার দুস্কৃতি

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ২৪ অক্টোবর
স্বর্ণ ব্যবসায়ীর কাছে থাকা সোনা,রুপো ও নগদ টাকা ভর্তি ব্যগ ছিনতাই করে পালানোর ঘটনায় গ্রেপ্তার হল চার দুস্কৃতি। পূর্ব বর্ধমানের
গলসি থানার পুলিশ মুর্শিদাবাদের সালার এলাকায় অভিযান চালিয়ে শনিবার রাতে ওই চার দুস্কৃতিকে গ্রেপ্তার করে।ধৃতরা হল মহম্মদ
আলী শেখ ওরফে কচি,জিয়ারুল শেখ,রতন শেখ ও বিপ্লব কর্মকার ।ধৃতদের মধ্যে রতন ও বিপ্লব মুর্শিদাবাদের সালার থানা এলাকার বাসিন্দা।অপর দুই ধৃতদের মধ্যে কচি গলসির শশঙ্গা ও জিয়ারুল ভাতার থানার বামশোর
এলাকার বাসিন্দা।পুলিশের দাবি ধৃতদের কাছ
উদ্ধার হয়েছে ৫১ গ্রাম সোনা, ২.৫ কেজি রুপো ও নগদ ২ লক্ষ ৭৭ হাজার টাকা।
krishaksetu news bangla
krishaksetu news bangla
সুনির্দিষ্ট ধারার মামলা রুজু করে পুলিশ রবিবার চার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে টিআই প্যারেডেরও আবেদন জানায়। বিচারক ধৃতদের জেল হেপাজতে পাঠিয়ে ৬ নভেম্বর ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন । পাশাপাশি ধৃতদের টিআই প্যারেড করানোর আবেদনও বিচারক মঞ্জুর করেছেন ।
পুলিশ জানিয়েছে,গলসির ছালালপুর এলাকার বাসিন্দা সওকত মোল্লা ওরফে স্বপন পেশায় স্বর্ণ ব্যবসায়ী।গলসির ভুঁড়িডাঙ্গা এলাকায় তাঁর একটি গয়নার দোকান রয়েছে। গত ২০ অক্টোবর সন্ধ্যা ৭টা ৭৫ মিনিট নাগাদ সওকত মোল্লা তাঁর দোকান বন্ধ করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন ।তাঁর সঙ্গে থাকা ব্যাগে ৪ ভরি সোনার অলংকার,৩ কেজি রুপো ও নগদ ৩০ হাজার টাকা ছিল। রাত ৮ টা নাগাদ তিনি যখন ছালালপুরের মোরাম রাস্তা ধরেযাচ্ছিলেন তখন দুই দুস্কৃতি তাঁর পথ আটকায়
।ভয় দেখিয়ে দুস্কৃতিরা ওই স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে থাকা সোনা ,রুপো ও টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে নিয়ে বাইকে চেপে পালায় ।
এইখবর পাবার পরেই নড়েচড়ে বসে গলসি থানার পুলিশ ।বিভিন্ন জায়গায় নাকা চেকিংচালিয়ে পুলিশ ওই দুস্কৃতিদের লোকাল ইনফরমার ইব্রাহিম মল্লিক ওরফে স্বপন নামেএক ব্যক্তিকে পাকড়াও করে।তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ওই দুই ছিনতাইকারী সহ তাঁদের গ্যাংটিকে চিহ্নিত করে। তদন্তচালীয়ে পুলিশ এও জানতে পারে
ছিনতাইকারীরা মুর্শিদাবাদের সালার এলাকায়আত্মগোপন করে রয়েছে ।এরপর সালারে অভিযান চালিয়ে পুলিশ কয়েক দফায় ছিনতাইকারী গ্যাং এর চার জনকে গ্রেপ্তার করে । তাদের কাছ থেকেই উদ্ধার হয় ছিনতাই হওয়া সোনা,রুপো ও নগদ টাকা। ঘটনার ৭২ ঘন্টার মধ্যে পুলিশ ছিনতাইকারীদের জালো পোরায় স্বস্তিতে স্বর্ণ ব্যবসায়ী ।
See also  ভ্রমরের কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি