পাপাই সরকার
পূর্ব বর্ধমান:- আজ ভোরে প্রয়াত হলেন নিখিলানন্দ সর।বয়স হয়েছিল ৮৪ বছর।তিনি রাজনীতির এক বর্নময় চরিত্র ছিলেন।তাঁর সাহস ও লড়াকু মেজাজ ও জমির আন্দোলনে ভুমিকা রুপকথার গল্পের মতো ছড়িয়ে আছে।১৯৩৬ সালে জন্ম মঙ্গলকোটের নিগনে(কৈচর)গ্রামে।১৯৫৮ সাল হতেই বাম আন্দোলন ও জমির আন্দোলনে যুক্ত হন।কিছু বছর যবগ্রাম হাই স্কুলে শিক্ষকতা করেন। তারপর সিপিআই(এম)পার্টির সর্বক্ষনের কর্মী হয়ে যান। ৭০ দশকে আধা ফাসিস্ত সন্ত্রাসে আত্মগোপন করেছিলেন গুজরাট,পাঞ্জাব ও হিমাচলে। ১৯৬৯,১৯৭১,১৯৭৭,১৯৮২, ১৯৮৭ সালে মঙ্গলকোট কেন্দ্রের বিধায়ক।








