আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রাক্তন হলেন অশোক ভট্টাচার্য, মেয়র পদে আসছেন গৌতম দেব

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায় :- ১১ তে পরিবর্তন এসেছিল, কিন্তু শিলিগুড়ি ছিল অবিচল ! শিলিগুড়িতে CPM হারেনি, কংগ্রেস-তৃণমূল মিলে শিলিগুড়ি পুরসভা একবার দখল করতে সমর্থ হলেও পরে অশোক ভট্টাচার্যের তৈরি শিলিগুড়ি মডেলে ধরাশায়ী হয় তৃণমূল ! কিন্তু ২০২১-এর পর থেকে কিন্তু শিলিগুড়িতেও বদল ঘটতে শুরু, ২০২২ পুরসভায় তৃণমূল “ম্যাজিক” ঘটিয়ে দিল শিলিগুড়িতে !

 

শিলিগুড়ি পুরসভা ভোটের ফলাফলে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় ৬ নম্বর ওয়ার্ডে হেরে গেলেন অশোক ভট্টাচার্য ! ২১ বিজেপি প্রার্থী ‘শিষ্য’ শঙ্কর ঘোষের কাছে হারতে হয়েছিল অশোক ভট্টাচার্যকে ! তারপর শিলিগুড়ি পুরসভাকে তিনি পাখির চোখ করেছিলেন ! প্রথমে নির্বাচনে দাঁড়াবেন না বলে মনস্থির করেন, কিন্তু পরে মতবদল করেন ! সবুজ ঝড়ে উধাও লাল, ফিকে গেরুয়াও ! কিন্তু অদ্ভুত বিষয় অশোক ভট্টাচার্য ৬ নম্বর ওয়ার্ড থেকেও জিততে পারলেন না ! হেরে গেলেন তৃণমূলের কাছে, তিনি পুর-বোর্ড খোয়ালেন তৃণমূলের কাছে !

 

শিলিগুড়িতে সবুজ ঝড়ে একইসঙ্গে লালের বিনাশ হল, ধূলিসাৎ হয়ে গেল BJP ! ২০২১-এর বিধানসভা নির্বাচনে এখানে সিপিএম তথা বামফ্রন্টকে সরিয়ে জয়ী হয়েছিল বিজেপি ! এক বছরের মধ্যেই সেখানে ফিকে হয়ে গেল গেরুয়া রং ! সব হিসাব উল্টে শিলিগুড়ি পুরসভায় জয়ী তৃণমূল ! বিধানসভা নির্বাচনের নিরিখে শিলিগুড়ি পুরসভায় ভোটে ৪৭টির মধ্যে ৩৬টি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি ! বিজেপি আশাবাদী ছিল শিলিগুড়ি পুরসভা এবার তারা দখল নিতে পারে !

 

বামেরা আত্মবিশ্বাসী ছিল, ফের তাঁরা গুরুত্ব ফিরে পাবে এবং শিলিগুড়ি দখলে রাখতে সমর্থ হবে, কিন্তু সেই সব হিসাব উল্টে দিল তৃণমূল ! আবার জিতে গুরুত্বের আসনে ফিরলেন গৌতম ! শিলিগুড়ি পুরসভা নির্বাচনেও এবার সবুজ ঝড় উঠল ! এই ঝড়ে অশোক ভট্টাচার্য হারলেন, আবার জিতে গুরুত্বের আসনে অধিষ্ঠিত হলেন গৌতম দেব ! তিনি এবার মেয়র হতে চলেছেন শিলিগুড়ি পুরসভায় ! মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন ইতিমধ্যেই, শিলিগুড়ির পরবর্তী মেয়র মনোনীত গৌতম !

 

গৌতম দেবও অশোক ভট্টাচার্যের মতো হেরে গিয়েছেন ২০২১-এর নির্বাচনে ! তিনি এবার শিলিগুড়ি পুরসভার দায়িত্ব পেয়েছিলেন ! নিজের জয়ের সঙ্গে দলকে জয় এনে দিয়ে তিনি ফের হারানো গুরুত্ব ফিরে পেলেন, এবং শিলিগুড়ির পরবর্তী মেয়র মনোনীতও হয়ে গেলেন ! জয়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোষণা করে দিয়েছেন ! অশোক ভট্টাচার্য হারলেন বিধানসভার পর পুরসভা নির্বাচনেও ! তিনি সেই হার মেনে নিয়েই জানালেন, মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে ! শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মহম্মদ আলম খানের কাছে তিনি ৫১০ ভোটে হারেন !

See also  শুভেন্দুর নন্দীগ্রামে জনসভার প্রস্তুতি

 

হারের পর তাঁর প্রতিক্রিয়া, একটা বিপর্যয় হয়েছে ! আমাদের যে ভোট বিজেপিতে গিয়েছিল, সেই ভোট ফিরে আসার বদলে ঢুকে গিয়েছে তৃণমূলের বাক্সে ! আমাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করেছেন মানুষ ! এটা রাজনৈতিক বিপর্যয় বলতে পারেন, তবে হারজিৎ থাকে ! আবার নতুন করে শুরু করতে হবে, শিলিগুড়ি পুরসভার মানুষ তৃণমূলকে বেছে নিয়েছে ! তাদের অভিনন্দন, শিলিগুড়ি পুরসভার মানুষের উন্নয়ন হোক এটাই চাই !

 

শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনের ফলাফল শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডের মধ্যে ৪৭টির ফলাফলই সামনে চলে এসেছে ! সেই প্রবণতায় দেখা যাচ্ছে, তৃণমূল ৩৭টি ওয়ার্ডে এগিয়ে, বিজেপি পাঁচটি আসনে এগিয়ে এবং বামেরা চারটি ও কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে ! এই ফলাফল প্রবণতাতেই স্পষ্ট তৃণমূলের জয় এখন স্রেফ সময়ের অপেক্ষা ! বামেরা অবশ্য ভোট শতাংশে বিজেপির থেকে এগিয়ে রয়েছে ! বেশিরভাগ ওয়ার্ডেই তাঁরা দু-নম্বরে রয়েছে !!

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি