আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করেই অবমননা খণ্ডঘোষের সিপিএম পার্টি অফিসে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- দেশ স্বাধীন হওয়ার পর থেকে স্বাধীনতা দিবস উদযাপনে কোনদিন আগ্রহ দেখায়নি সিপিএম ।স্বাধীনতার ৭৪ টা বছর অতিক্রান্ত হয়ে যাবার পর রবিবার ৭৫ তম স্বাধীনতা দিবসে সিপিএম তাঁদের পার্টি অফিস গুলিতে দেশের জাতীয় পতাকা উত্তোলনের সিদ্দান্ত নেয়। আলিমুদ্দিন স্ট্রিটের রাজ্য পার্টি অফিসের পাশাপাশি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের উখরিদের কমরেড বিনয় চোধুরী স্মৃতি ভবনেও রবিবার জাতীয় পতাকা উত্তোলন করা হয়।একই সাথে প্রকাশ্যে এল উখরিদের সিপিএম পার্টি অফিসে দেশের জাতীয় পতাকার অবমননা।যা নিয়ে সারারণ মানুষজনের পাশাপাশি তৃণমূল ও বিজেপি নেতারাও নিন্দায় সরব হয়েছেন ।

বাম আমলে ২০০৫ সালে সিপিএমের উখরিদ শাখা কার্যালয়টি গড়ে তোলা হয়। রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা প্রয়াত সিপিএম নেতা বিনয় চৌধুরীর স্মরণে ওই পার্টি অফিসটির নাম দেওয়া হয় কমরেড ’বিনয় চৌধুরী স্মৃতি ভবন’।এলাকার মানুষ সারা বছর ওই পার্টি অফিসে সিপিএমের লাল পাতাকাই উড়তে দেখে আসছেন।এই প্রথম গত রবিবার উখরিদের সিপিএম নেতারা ’বিনয় চৌধুরী স্মৃতি ভবনে’ দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। তার পর থেকে সারা রাত পেরিয়ে যায়। সোমবার বিকালেও একই ভাবে উখরিদের সিপিএম পার্টি অফিসে দেশের জাতীয় পতাকা উত্তলিত হয়ে থাকতে দেখে এলাকার মানুষজন হতাবাক হয়ে যান । দেশের জাতীয় পতাকার এমন অবমাননা দেখে তাঁরা ক্ষোভ প্রকাশও করেন ।

উখরিদের বাসিন্দা শেখ হাবিবুর রহমান ও
গিয়াস উদ্দিন খাঁন বলেন ,’উখরিদের সিপিএম নেতারা যে দেশের জাতীয় পতাকার প্রতি আদৌ শ্রদ্ধাশীল নয় তা তাঁরা নিজেরাই প্রমাণ করে দিয়েছেন । দেশের জাতীয় পতাকার প্রতি এমন অবমাননা এক কথায় নজিরবিহীন বলে মন্তব্য করেছেন হবিবুর রহমান’ । খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি অপার্থিব ইসলাম বলেন ,’সিপিএম নেতারা দেশের স্বাধীনতাকেই কোনদিন মান্যতা দেননি।তাই দেশের জাতীয় পতাকাকে ওরা মান্যতা দেবে এটা কেউ বিশ্বাসও করেন না । রাজ্যে শূন্য হয়ে যাবার পর সিপিএম নেতারা এবছর লোক দেখানো ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করেছে। তাই জাতীয় পতাকার অবমাননা সিপিএম নেতারা যে করবেন সেটাই তাঁদের কাছে প্রত্যাশিত বলেই অপার্থিব ইসলাম কটাক্ষ করেছেন’ ।

See also  সরকারী নির্দেশ অমান্য করে ফের পূর্ব বর্ধমানে শুরু হয়েছে আলুতে ইটের গুড়ো ও অ্যালামাটি মেশানো

বিজেপির খণ্ডঘোষ বিধানসভার পর্যবেক্ষক তথা জেলা সহ সভাপতি বিজন মণ্ডল এই ঘটনা প্রসঙ্গে বলেন’,“সিপিএম নেতারা এতদিন বলে এসেছেন ’ইয়ে অাজাদি ঝুটা হ্যায়’ । বাস্তব অর্থে এতকাল সিপিএম দেশের স্বাধীনতাকে মানে নি। এখনও মনেপ্রাণে মানে না । রাজ্যে শূন্য হয়ে যাবার পর ঘুরে দাঁড়ানোর জন্য এবছর সিপিএম নেতারা ওদের পার্টি অফিসে লোক দেখানো জাতীয় পতাকা উত্তোলন করেছে । তাঁদের না আছে জাতীয়তা বোধ না আছে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা। তাই দেশের জাতীয় পতাকা নিয়ে সিপিএম নেতাদের কাছ থেকে ভাল কিছু আশা করা যায় না “।

খণ্ডঘোষ নিবাসী সিপিআইএম জেলা কমিটির সদস্য বিনোদ ঘোষ ঘটনা প্রসঙ্গে বলেন,
“এমনটা যদি হয়ে থাকে তবে তা কোনভাবেই কাঙ্খিত নয় । যারা উখরিদের পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেছেন তাঁদেরই দায়িত্ব দেশের জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা ।দেশের জাতীয় পতাকার অবমাননা দল অনুমোদন করে না । বিনোদ বাবু বলেন,কেন এমনটা হল তা তিনি খোঁজ নিয়ে দেখছেন“ ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি