আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ কৈয়ড় অঞ্চলে কৈয়ড় গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
কৃষ্ণ সাহা ( খণ্ডঘোষ ) :- 
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল মুড়ি সোয়াবিন নুন প্রভৃতি। ওই অঞ্চলের প্রায় 200 জন অসহায় দরিদ্র মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই খাদ্য সামগ্রী বিতরণ উপস্থিত ছিলেন ব্যবসায়িক সংগঠনের প্রধান উদ্যোক্তা রথীন রায়. বাসুদেব মালিক. নিশীথ দত্ত. শান্তনা চ্যাটার্জী. তরণী রায় সহ ওই অঞ্চলের ব্যবসায়ী এবং সদস্যগন।

আজকেই প্রথম নয় লকডাউন শুরুর প্রথম দিন থেকেই রান্না করা খাবার বিতরণ থেকে শুরু করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে কৈয়ড় অঞ্চলে ব্যবসায়ী সংগঠনে টার পক্ষ থেকে। 

বেশ কিছুদিন আগে গর্ভবতী মহিলা, শিশু বৃদ্ধ দের হরলিক্স মাস্ক স্যানিটাইজার দেওয়া হয়েছিল রথীন রায়ের উদ্যোগে। বঙ্গাওন যতদিন পর্যন্ত চাই থাকবে ততদিন তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানালেন কৈয়ড় অঞ্চলে ই জনৈক ব্যবসায়ী তথাগত সরকার।
See also  শঙ্খধ্বনি যাত্রার মধ্য দিয়ে ক্ষমতায় আসার লড়াই শুরু করে দিল মহিলা যুব তৃণমূল কংগ্রেস

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি