দীঘার জগন্নাথ মন্দিরে প্রথমবার রথযাত্রা উপলক্ষে ছিল উৎসবের আমেজ। গত শুক্রবার মন্দির থেকে মাসির বাড়ির উদ্দেশে রওনা দেন ভগবান জগন্নাথ, ভাই বলরাম ও বোন সুভদ্রা। শনিবার তাঁদের উল্টোরথে ফিরে আসার কথা। এই কয়েকদিন মাসির বাড়িতে তিন দেব-দেবীর জন্য ছিল রাজকীয় আয়োজন।

সমুদ্রের ধারে মাসির বাড়ির মন্দিরে ঢেউয়ের গর্জন আর কাঁসর-ঘণ্টার ধ্বনি মিশে তৈরি হয়েছে ভক্তিময় পরিবেশ। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পাঁচবার ভোগ নিবেদন করা হচ্ছে জগন্নাথদেবকে। চালের খুদের পিঠে, যা তাঁর অতি প্রিয়, তা রোজ তৈরি করছেন সেবায়েতরা। এছাড়াও রাজভোগে থাকছে ৫ রকমের ভাজা, শুক্তো, ডাল, পটলের তরকারি ও নানা পদ।
মাসির বাড়িতে তিন দেবতার জন্য ৫৬ ভোগের বিশেষ আয়োজন করা হয়েছে। এই কাজের জন্য ৯ জন বিশেষ পাচক আনা হয়েছে, যাঁরা শুক্রবার থেকেই গুন্ডিচা মন্দিরে রয়েছেন।
দেব দর্শনে ভক্তদের ভিড় উপচে পড়েছে। প্রণামী বাক্সে জমেছে প্রায় ৫ লক্ষ টাকা—জানিয়েছে মন্দির ট্রাস্ট কমিটি।
শনিবার দুপুরের পর তিন দেবতা মাসির বাড়ি থেকে ফিরে আসবেন মূল মন্দিরে। উল্টোরথের আগেও তাঁদের জন্য থাকছে বিশেষ আয়োজন।