আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের প্রথম দিন

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আজ অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি থেকেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ক্লাসগুলো। রাজ্যের করোনা পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই করোনাভাইরাস বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন থেকে নির্দেশিকা জারি করে পশ্চিমবঙ্গের যাবতীয় প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলি খুলে দেওয়া হয়েছে। বুধবার রায়না এক নম্বর ব্লকের বুজরুকদিঘি উচ্চ বিদ্যালয় দেখা গেল ছাত্র-ছাত্রীদের বাঁধভাঙা উচ্ছ্বাস।

 

পূর্বে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চালু হলেও পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ক্লাস শুরু হতেই যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে স্কুল গুলি। দীর্ঘদিন পরে স্কুল ছাত্র-ছাত্রীদের স্কুলে আসার প্রথম দিনটিকে উদযাপনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

 

সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রীরা। আজ স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার ছিল প্রায় 95%। আজ দুপুরের মধ্যাহ্ন ভোজনে ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে স্পেশাল মেনু ভাত মাংস পোস্ত চাটনি পাপড় আর বোঁদে। এমনটাই জানালেন বুজরুকদিঘি উচ্চ বিদ্যালয়ের সহঃশিক্ষক শেখ ইসমাইল।

 

See also  দুর্ঘটনার কবলে মন্ত্রীর স্ত্রীর গাড়ি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি