কৃষ্ণ সাহা ( রায়না ) :- আগ্নেয়াস্ত্র উদ্ধার পূর্ব বর্ধমানে। তল্লাশি চালিয়ে দুই ব্যক্তির থেকে চোরাই বাইক আগ্নেয়াস্ত্র এবং রুপার চেইন সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে রায়না থানার পুলিশ।
ধৃত দুই ব্যক্তির নাম শেখ সামসুল আলম ওরফে রনি বয়স 18 এবং অন্য আরেকজন হলো শেখ রাজন বয়স 26। রায়না দিঘীর পাড় এলাকায় রায়না থানার পক্ষ থেকে নাকা চেকিং চলছিল।
ঠিক সেই সময় ওই এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সামগ্রী সহ দুজন ব্যক্তিকে গ্রেফতার করেছে রায়না থানা পুলিশ। ওই দুই ব্যক্তির বাড়ি রায়নার বাইরা গ্রামে। আজ ধৃতদের পুলিশ আদালতে পাঠিয়েছে। এই সকল অস্ত্রশস্ত্র এবং অন্যান্য সামগ্রী ওই দুই ব্যক্তি কোথায় পেল সে সম্পর্কে তদন্ত শুরু করেছে রায়না থানার পুলিশ। আর ওই দুজনের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তার তদন্ত চালাচ্ছে পুলিশ।