নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : চলন্ত গাড়িতে দাউদাউ করে জ্বলে উঠলো আগুন অল্পের জন্য রক্ষা পেল
রাজ্য সড়কের উপর চলন্ত গাড়িতে দাউদাউ করে জ্বলে উঠলো আগুন, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে হিড়বাঁধ থানার ইটামাড়া এলাকার রাজ্য সড়কের উপর। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে খাতড়া দমকল বিভাগের কর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়িটির শেষ রক্ষা হয়নি,পুড়ে ছাই হয়ে গেল এই গাড়িটি। তবে কোন হতাহতের খবর নেই।
পুলিশ ও দমকল সূত্রে জানা যায়, সোমবার সকাল প্রায় ছ’টা নাগাদ পুরুলিয়ার মানবাজার থেকে ইটামাড়া হয়ে বাঁকুড়া দিকে আসছিলো এই গাড়িটি, তবে ইটামাড়া এলাকার রাজ্য সড়কের উপর দিয়ে যাওয়ার সময় চলন্ত গাড়িতে আগুন জ্বলে ওঠে,যা অল্প সময়ের মধ্যেই আগুন গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।জ্বলন্ত গাড়ির ভিতরে থাকা শুধুমাত্র ড্রাইভার তড়িঘড়ি গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় হিড়বাঁধ থানার পুলিশ ও খাতড়া দমকল বিভাগের কর্মীরা এবং দমকল বিভাগের কর্মীদের একটি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে গাড়িটি একেবারে পুড়ে ছাই হয়ে যায়। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট এর জেরেই গাড়িতে আগুন লেগেছে তবে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হিড়বাঁধ থানার পুলিশ।