আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অবশেষে গড়ে উঠতে চলেছে পর্যটন কেন্দ্র

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দীর্ঘ প্রতীক্ষার অবসান,অবশেষে দক্ষিণ দিনাজপুর জেলার বানগরে গড়ে উঠতে চলেছে পর্যটন কেন্দ্র। ইতিমধ্যে (ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ) আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া)-র পক্ষ থেকে প্রায় দুই কোটি অষ্টআশি লক্ষ টাকা বরাদ্ধ করা হয়েছে বানগরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য বলে জানা যায়। খুশি গঙ্গারামপুর সহ জেলাবাসী। যদিও লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকারের এমন ঘোষণাকে তৃণমূলের পক্ষ থেকে রাজনৈতিক চমক বলেই কটাক্ষ করা হয়েছে।

এদিকে বাণগড়ে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে ভারতীয় প্রত্নতত্ব বিভাগের প্রায় তিন কোটি টাকা অনুমোদনে আশার আলো দেখছেন জেলার ইতিহাসবিদ,ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। প্রসঙ্গত জেলার ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুরের বানগর।জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল বানগরে খনন কার্য চালিয়ে সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার।যদিও আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বহুবছর আগে খননকার্য চালানো হয় বানগরে।

তবে বর্তমানে সংস্কার ও সঠিক রক্ষনাবেক্ষনের অভাবে নষ্ট হচ্ছে বানগর।জায়গা দখল করে চলছে চাষবাস।এমতো অবস্থায় বানগরে পুনরায় খনন ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি ওঠে জেলাজুড়ে।অবশেষে লোকসভা নির্বাচনের প্রাকমুহূর্তে বানগরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিলো ভারত সরকার।

See also  এক ক্লিকে দেখে নিন পূর্ব বর্ধমানের আজকের করোনা আক্রান্তের সংখ্যা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি