আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নেশার টাকা না দেওয়ায় বাবাকে প্রহার, অপমানে বর্ধমানে আত্মঘাতী বৃদ্ধ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
নেশার জন্য টাকা না দেওয়ায় বৃদ্ধ বাবাকে গালাগালি, প্রহার আর তার জেরেই হতাশায় অবসাদগ্রস্ত হয়ে আত্মঘাতী বৃদ্ধ। ঘটনা বর্ধমান শহরের রাধানগর পাড়ার। মঙ্গলবার পুলিশ মৃতের পুত্র প্রদীপ চ্যাটার্জীকে গ্রেপ্তার করে জেলা মুখ্য দায়রা আদালতে পাঠালে, ধৃতকে ১জুন অব্দি বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিল কোর্ট।
মঙ্গলবার অভিযুক্ত ৪০ বছরের যুবককে আদালতে পেশ করে পুলিশ নালিশ করে, নেশার টাকার জন্য প্রায় দিনই বৃদ্ধ বাবা-মা কে চাপ দিত প্রদীপ। প্রায়শঃই মারধোরও করতো। সে রকমই, সোমবার বেলা ১১ টা নাগাদ তার বাবা শ্যামল চ্যাটার্জী (৬৬)র কাছে সে নগদ ১০ হাজার টাকা দাবি করে।
কিসের টাকা? জানতে চাইলে, প্রদীপ তার বাবাকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। প্রতিবেশীরা পুলিশকে জানায়, বাবাকে পিটিয়ে যুবকটি বাড়ি থেকে বেরিয়ে যেতেই কান্নায় ভেঙে পড়েন শ্যামল।

Krishaksetu news bangla

তারপরই নিজের রুমে ঢুকে গলায় গামছা লাগিয়ে আত্মঘাতী হন তিনি। গতকাল রাতেই বৃদ্ধের স্ত্রী পুতুল চ্যাটার্জী নিজের ছেলের নামে নিগ্রহ ও আত্ম্যহত্যায় প্ররোচনার লিখিত অভিযোগ দায়ের করেন।

See also  প্রেমিকাকে খুন - গুসকরা থেকে প্রেমিককে ধরে নিয়েগেল ঝাড়খন্ড পুলিশ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি